ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জাপানে ইয়াহু ফোন

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১
জাপানে ইয়াহু ফোন

জাপানের তৃতীয়-বৃহত্তম মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান সফটব্যাঙ্ক ইয়াহু ফোন উন্মুক্তের ঘোষণা দিয়েছে। স্মার্টফোন জাতীয় এ ফোনটি গুগলের নামকরা মোবাইল অপারেটিং সিস্টেম অ্যানড্রইডে চলবে।

তবে আকস্মিকভাবে ইয়াহুর সঙ্গে গুগলের এ সম্পর্ক অনেকটা হতবাক করার মতো। কারণ গুগল ইয়াহুর সবচেয়ে বড় প্রতিদ্বন্দী। বর্তমানে কেবল এ বিষয়টি প্রযুক্তি অঙ্গণের মানুষকে বিস্মিত করছেনা, এছাড়াও গুগল এর নেমেসিস এর সঙ্গে সম্প্রতি মাইক্রোসফটের ঘনিষ্ট সম্পর্কের বিষয়টিও আলোচিত।

আগত এ পণ্যের বিশেষ বৈশিষ্ট্যে থাকছে-৪ ইঞ্চি বিশিষ্ট এলসিডি স্ক্রিন, ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৩.০ সংস্করণের ব্লুটুথ, ওয়াই ফাই এবং মাইক্রোএসডি কার্ড সøট। আর পরিচালনায় থাকছে অ্যান্ড্রুয়েড ২.৩ সংস্করণ। আরেকটি বৈশিষ্ট্যে থাকছে ডিজিটাল টিভি টিউনার। যেটি ডিভাইসের সঙ্গে ব্লিট ইন থাকবে। প্রকাশিত তথ্য অনুযায়ী এ ফোন ব্যবহারকারীরা অবশ্যই টিভি সেবা উপভোগ করার সুযোগ পাচ্ছে। এছাড়া জাপানের অটোমোবাইল হোন্ডা কার তাদের কুস্তি জাতীয় খেলা সুমো এ পণ্যে যথোপযুক্ত করতে পারে।

উল্লেখ্য, এ ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম সার্প। ইয়াহু ফোন তৈরির সুবাদে প্রতিষ্ঠানটি আবারও ভালো সুনাম ছড়াতে সক্ষম হবে। সংশ্লিষ্ট সুত্র মতে, সুনির্দিষ্ট মোবাইল অ্যাপলিকেশন যুক্ত স্মার্টফোন কয়েকটি দেশে বাজারজাত করা হবে। আগামী মাসের শেষে পণ্যটি পাওয়া যাবে বলে আশাবাদ করছেন প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময় ১৪৪০ ঘন্টা, আগস্ট ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।