ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পড়াশোনা, জ্ঞান অর্জনে এসোশিখি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
পড়াশোনা, জ্ঞান অর্জনে এসোশিখি ছবি: সংগৃহীত

গতানুগতিক নিয়মে শিক্ষা লাভে যেতে হয় ঘরের বাহিরে, এমনকি গ্রাম থেকে শহরে আবার দেশ থেকে বিদেশে। কিন্তু ডিজিটাল হচ্ছে দেশ, তাই দেশের শিক্ষাব্যবস্থা ডিজিটাল তো হওয়া চায়।
 

বিষয়টি মাথায় রেখে এবং উন্নত বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশেও শিক্ষামূলক সাইট চালু করা হচ্ছে। তাই ডিজিটাল শিক্ষাব্যবস্থার ক্রম উন্নয়নে এখন ঘরে বসেই যুগোপযোগী নানান বিষয়ে শিক্ষা অর্জন করা সম্ভব।

বর্তমানে দেশে অনলাইন শিক্ষা পোর্টালগুলোর মধ্যে অন্যতম এসো শিখি ডট কম।

এই প্রতিষ্ঠানের সিইও এস এম তানভির।

শিক্ষা বিষয়ক নিজেদের উদ্যোগ সম্পর্কে তানভির বলেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়ার কাজটি সহজ ছিল না কখনই। কিন্তু ইন্টারনেটের কল্যাণে এ কাজটি সহজ হয়ে গেছে। জ্ঞান অর্জন এখন অনেক সহজ।

এসোশিখি ডট কম শিক্ষার্থীদের জন্য একটি চমৎকার প্লাটফর্ম উপহার দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এমন একটি অনলাইন প্লাটফর্ম উপহার দেওয়ার চেষ্টা করছি যেখানে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে পারবে।

প্লাটফর্মটিতে শিক্ষার্থীদের জন্য রয়েছে

-মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক,বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি। বিসিএস সহ অন্যান্য চাকুরীর প্রস্তুতি, বিদেশে উচ্চ শিক্ষার জন্য GRE/GMAT/IELTS/TOEFL ইত্যাদির সিলেবাস ভিত্তিক পূর্ণাঙ্গ ভিডিও লেকচার।

-প্রফেশনাল শিক্ষকদের দ্বারা তৈরি বিষয়ভিত্তিক কুইজ ও মডেল টেস্ট।

-বিগত বছরের প্রশ্নাবলী ও উত্তরসমূহ।

-শিক্ষার্থীদের কোন কিছু বুঝতে সমস্যা হলে সংশ্লিষ্ট গ্রুপে লিখিত বা ছবি পোষ্ট করার সুবিধা।

-ফেসবুকের মতো শিক্ষার্থীদের সহপাঠীদের সাথে বন্ধুত্ব করার ‍সুযোগ এবং প্রয়োজনীয় তথ্য, ফাইল, নোট শেয়ার।

সুবিধাগুলো পেতে ভিজিট করতে হবে-www.eshosikhi.com।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।