ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইসিটির মাধ্যমে সহযোগিতা পেয়েছেন ২০ লাখ কৃষক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
আইসিটির মাধ্যমে সহযোগিতা পেয়েছেন ২০ লাখ কৃষক

ঢাকা: গণমাধ্যম ও আইসিটির মাধ্যমে গত ৪ বছরে প্রায় ২০ লাখ কৃষককে কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ক্যাটালিস্ট প্রকল্প। 

রোববার (১৫ জানুয়ারি) রাজধানীর গুলশানে একটি হোটেলে ক্যাটালিস্ট প্রকল্পের কৃষি তথ্যভিত্তিক কর্মকাণ্ড নিয়ে ‘ইমপ্রুভিং দ্য লাইভস অব ফারমার্স থ্রু আইসিটি অ্যান্ড মিডিয়া’ শীর্ষক কর্মশালায় এ তথ্য জানানো হয়।

কর্মশালায় জানানো হয়, ২০১৩ সাল থেকে কৃষি উন্নয়ন প্রকল্প ক্যাটালিস্ট’র তৃতীয় পর্যায় শুরু হয়।

গ্রামীণ জনগোষ্ঠীর আয় বাড়ানোর লক্ষ্যে প্রকল্পটি নানামুখী কর্মকাণ্ড বাস্তবায়ন করে। এ প্রকল্পের মাধ্যমে ২০ লাখ কৃষক কৃষি বিষয়ক নানা তথ্য পেয়েছেন।

কর্মশালায় দরিদ্র ও প্রান্তিক কৃষকদের তথ্য চাহিদা পূরণ করে কৃষির উৎপাদনশীলতা বাড়ানোর জন্য গৃহীত কার্যক্রমের সাফল্য তুলে ধরা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান।

 বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এসটি/আরআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।