ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রিয়শপে হেলিকপ্টার ভ্রমণ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
প্রিয়শপে হেলিকপ্টার ভ্রমণ প্রিয়শপে হেলিকপ্টার ভ্রমণ

অনলাইন শপিং সাইট প্রিয়শপ ডটকমে শুরু হয়েছে যে কোনো মূল্যের কেনাকাটা করে প্রিয়জনকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে ঢাকা ভ্রমণের সুযোগ।
 

১৫ জানুয়ারি হতে ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রিয়শপ ডটকমে পণ্য কিনলেই উপভোগ করা যাবে অফারটি। এছাড়া শীতকালীন পণ্যে থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার।

পৃথিবীর যে কোনো প্রান্ত হতে ক্রেতারা ফোনে, ফেইসবুকে কিংবা অনলাইনে অর্ডার করতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারিসহ কার্ড, বিকাশ, পেইজা বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মূল্য পরিশোধ করা যাবে।

অনলাইন কেনাকাটায় কাস্টমারদের উদ্বুদ্ধ করতে প্রিয়শপে এই আয়োজনের বিষয়ে প্রধান নির্বহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন বলেন, মাসব্যাপী এই ক্যাম্পেইনে ক্রেতাদের মধ্য হতে ভাগ্যবান ১ জন পাচ্ছেন প্রিয়জনসহ হেলিকপ্টারে ঢাকা শহর দেখার সুযোগ। এছাড়া ২ জন ক্রেতা পাবেন বিশেষ গিফট ও ৫০ জন ক্রেতা পাবেন ক্যাশ ভাউচার।

অফারটি উপভোগ করতে ভিজিট করুন: www.priyoshop.com

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।