ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অনলাইনে সামাজিক সংবাদপত্র

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১
অনলাইনে সামাজিক সংবাদপত্র

এবার আর সামাজিক যোগাযোগ নয়, এসেছে সামাজিক সংবাদপত্রের যুগ।

গুগল, ফেসবুক, ইউটিউব এবং টুইটারের সাফল্যে অনুপ্রাণিত হয়ে সামাজিক সংবাদপত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘দ্য ডেইলি ডট’।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

সামাজিক এবং আঞ্চলিক ঘরানার এ সংবাদপত্রের সিইও পদের দায়িত্ব নিয়েছেন নিক হোয়াইট। উল্লেখ্য, নিক সান্ডুস্কাই সংবাদপত্রের প্রতিষ্ঠাতা সহসভাপতি ছিলেন।

দ্য ডেইলি ডটের প্রধান সম্পাদকের আসনে বসেছেন ওয়েন টমাস। উল্লেখ্য, বিখ্যাত সিলিকন ভ্যালির অন্যতম সুপরিচিত ব্যক্তি হচ্ছেন ওয়েন টমাস।

পূর্ব অভিজ্ঞতাকে আরও সুপ্রসারিত করতে এ দুই শীর্ষ ব্যক্তিত্ব এখন সামাজিক সংবাদমাধ্যম ‘দ্য ডেইল ডট’ নিয়ে কাজ শুরু করেছেন।

নব্য ধারার এ সংবাদমাধ্যম সম্পর্কে ওয়েন টমাস জানান, অনলাইন কমিউনিটির সাধারণ মানুষদের জন্যই এ সংবাদপত্র মুখপত্র হিসেবে কাজ করবে। এখানে সমাজ, সংস্কৃতি এবং সাধারণ মানুষের নিত্যসমস্যা সর্বাধিক গুরুত্ব পাবে।

এ মুহূর্তে মাত্র ৬ লাখ ডলার পুঁজি করে এ সংবাদপত্র তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। এ তহবিলও এসেছে সামাজিক প্রচারের মাধ্যমে। বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন, এলাকার গুণীজন এবং আগ্রহীদের কাছ থেকে এ তহবিল সংগ্রহ করা হয়েছে।

দ্য ডেইলি ডট এখন সমাজের সাদামাটা জীবনের নিত্যসমস্যার কথা সচিত্র উপস্থাপন করবে। এর মাধ্যমে সামাজিক সাংবাদিকতা আরও গ্রহণযোগ্য হয়ে উঠবে। এ মূহূর্তে এ সংবাদপত্র মাত্র ২৫ জন কর্মী নিয়ে কাজ শুরু করেছে।

এছাড়াও ১৩ জন ভ্রাম্যমাণ কর্মী ভার্চুয়াল নিউজরুমের দায়িত্ব সামলাবেন। এ সংবাদপত্রের পুরো প্রক্রিয়াই চলবে অনলাইন রিমোট পদ্ধতিতে। সামাজিক যোগাযোগ প্রচারের মাধ্যমে ধীরে ধীরে এ সংবাদপত্র তার ভবিষ্যৎ ব্যবস্থাপনা তহবিল সংগ্রহ করবে বলে এর পরিচালনা পর্ষদ জানিয়েছেন।

দ্য ডেইলি ডটের মাধ্যমে সামাজিক যোগাযোগের পর এবার সামাজিক সংবাদপত্র যুগের সূচনা হলো। আর এর পেছনে আছেন এ শিল্পের দুই অভিজ্ঞ কারিগর। এ অর্থে দ্য ডেইলি ডটের (www.dailydot.com) এটা শুভারম্ভই বলে বিশেষজ্ঞেরা অভিমত দিয়েছেন।

বাংলাদেশ সময় ২০২৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।