ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইপি৬৮ রেটিংয়ে আসতে পারে আইফোন ৮

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
আইপি৬৮ রেটিংয়ে আসতে পারে আইফোন ৮ অ্যাপলের আইফোন

বিশ্বের নামকরা ব্র্যান্ডের প্রযুক্তিপণ্যগুলো প্রকাশের আগে বাজারে ব্যাপক হৈচৈ লেগে যাওয়ার চিত্রটি নতুন কিছু নয়। আর যদি হয় আইফোন তাহলে আনাগোনা একটু বেশি হওয়ায় স্বাভাবিক।

কোপার্টিনো বেজড প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল একেএকে আইফোনের অনেকগুলো ভার্সন বাজারে এনেছে। তাদের আগামী পণ্য আইফোন ৮।

আসন্ন এ পণ্যটি নিয়ে এরইমধ্যে বহু গুজব খবর প্রকাশ হয়েছে। অবশ্য, আসল কথা হচ্ছে সময়ের আবর্তনে ২০১৭ সাল আইফোন প্রকাশের ১০ বছর। তাই বিগত সময়ের তুলনায় এবার গুজব, উত্তেজনা বেশি।

এখন পর্যন্ত আসন্ন এ পণ্যটি নিয়ে বেশ কিছু অদ্ভুত এবং উত্তেজনাকর তথ্য প্রকাশ হয়েছে। যেমন আইপি৬৮ রেটিং’য়ে আসছে আইফোন ৮, যেটা অসাধারণ। কারণ বর্তমানের আইফোন ৭ ভার্সন আইপি৬৭ রেটিংয়ের। তাই তুলনামূলকভাবে নতুনটি অধিক পানি ও ধুলো প্রতিরোধ ক্ষমতার যোগ্য হয়ে আসছে।

উন্নত ওয়্যারলেস চার্জিং সুবিধা সহ গ্লাস বডিরও আভাস এসেছে গুজব তথ্যে।

আইফোন ৮ এর মজবুত বৈশিষ্ট্যটি নিয়ে খবর প্রকাশ করে গ্যাজেট ৩৬০। সেই মতে, আইপি৬৮ রেটিংয়ে কাজ করবে ৮ ভার্সন।

এরপরও এখনও সুস্পষ্ট হওয়া যাচ্ছে না, আইফোন সত্যিই পানির নিচে ব্যবহার করা যাবে কিনা। এছাড়া পণ্যটিকে অধিক পানি প্রতিরোধক হিসেবে তৈরি করতে নির্মাতা প্রতিষ্ঠান নিশ্চয় এতে হেডফোন জ্যাক ফিরে আনবে না।

বিষ্ময় লাগানো আরেকটি তথ্য হলো এর হোম বাটন আসন্ন আইফোনে গুরুত্ব না দিয়ে বাদ দেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।