ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আসুসের গেমিং হেডসেট

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১১
আসুসের গেমিং হেডসেট

গেমারদের জন্য আসুসের এবারের আকর্ষণ নতুন সংস্করণের গেমিং হেডসেট। রিপাবলিক অব গেমারস (রগ) ব্র্যান্ডের ভালক্যান এএনসি মাধ্যমে কিছু আধুনিক বৈশিষ্ট্য যুক্ত করে নতুন সস্করণ উন্মুক্ত হচ্ছে বলে জানিয়েছেন আসুস।

যেটি বিশ্বের শীর্ষস্থানীয় গেম লড়াকুদের সঙ্গে লড়ার উপযুক্ত বলে আসুসের দাবি।

নতুন এ পণ্যের বিশেষ বৈশিষ্ট্য-চতুর্দিকের উচ্চ শব্দ প্রতিরোধে সক্রিয় এবং এর ভেতরের নরম অংশটি আদ্রতা শোষণক্ষম। আছে ইলেকট্রনিক নয়েজ দুরীকরণ পদ্ধতি যেটি ৮৫ ভাগ উচ্চ শব্দমুক্ত করতে সক্ষম। অভ্যন্তরীণ নয়েজের উৎস যেমন কমপিউটার ফ্যানের গুগগুন শব্দ কার্যকরীভাবে প্রতিরোধযোগ্য। এটি সবকিছু পরিশোধনের পর এএনসি সার্কিট সার্কিউমরাল পদ্ধতি সার্বিকভাবে পর্যবেক্ষণ করে। ধারণাকৃত তথ্য মতে এটি চারিদিকের নয়েজ ৩০ ডেসীবলে দুর করে।  

উল্লেখ্য, বর্তমানে প্রকাশিত হেডফোনের ছবির গঠনগতরুপ চমৎকার, মূল অংশটি কালো এবং মধ্যাংশটি লাল। হেডফোনে যুক্ত দুটো এয়ার কাপে জাপানের নামকরা প্রোটিন লেদারের প্রয়োগ হয়েছে। ৪০ মিমি. ড্রাইভিং এ পণ্যটি উপভোগ্য। আছে বিয়োজনযোগ্য বুম মিক সুবিধা যা নয়েজ ফিল্টারিং এর পর পরিশোধিত অডিও একই দলের গেমারদের নিকট প্রেরণ করে। আছে গুটিয়ে রাখার জন্য সুবিধাজনক বাক্স। ওজন ৩২০ গ্রাম। গেমিং হেডফোনের জগতে গুণগত মানের ক্ষেত্রে এটি অতুলনীয়। ওয়ারেন্টি ১ বছর। মূল্য ৭ হাজার ১০০ রুপী।

যদিও আসুস প্রথম থেকেই মানসম্মত সেবা দিয়ে আসছে। কিন্তু এবারে গেম ব্যবহারকারীদের পুরোপুরি ঝামেলামুক্ত করবে আধুনিক মানের এই প্রো-গেমিং হেডফোন এমনটাই আশা করছেন আসুস।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।