ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অনলাইন সাইকোলজিক্যাল সাপোর্ট সেন্টারের উদ্যোগে ওয়ার্কশপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
অনলাইন সাইকোলজিক্যাল সাপোর্ট সেন্টারের উদ্যোগে ওয়ার্কশপ অনলাইন সাইকোলজিক্যাল সাপোর্ট সেন্টারের উদ্যোগে ওয়ার্কশ

অনলাইন সাইকোলজিক্যাল সাপোর্ট সেন্টার মনের বন্ধু সম্প্রতি একটি ওয়ার্কশপের আয়োজন করে।
 

তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ইএটিএলের শিক্ষা বিষয়ক উদ্যোগ এডুটিউবের পৃষ্ঠপোষকতায় মোহাম্মদপুরের ডিনেট কার্যালয়ে অনুষ্ঠিত রেসপন্সিভ প্যারন্টিংয়ের ওয়ার্কশপে অংশগ্রহণ করেন নানা কারণে হতাশ কিশোর-তরুণদের মা-বাবা ও অভিভাবকরা।

সন্তানের মানসিক হতাশা-দুশ্চিন্তায় মা-বাবাকে সাড়া দেয়ার নানা কৌশল নিয়ে আলোচনা করা হয় ওয়ার্কশপে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের মনোবিদ ডা. হেলাল উদ্দিন আহমেদ কিশোরদের মানসিক সমস্যায় অভিভাবকদের ইতিবাচক সাড়া নিয়ে আলোচনা করেন। তিনি জানান, বাবা-মার ইতিবাচক আচরণেই সন্তানরা বেশি প্রভাবিত হয়।

সন্তানের সুস্থ মানসিক বিকাশের জন্য বাবা-মা যত বেশি সন্তানকে বুঝতে চেষ্টা করবেন তত বেশি সন্তানের প্রতি তারা ইতিবাচক আচরণ করতে পারবেন।
সমাজের নানা শ্রেনির ৪১ জন অভিভাবক এই আয়োজনে অংশ নিয়েছিলেন।

ওয়ার্কশপে সন্তানের অমনোযোগিতা, মানসিক হতাশা-বিষাদ, মাদক, জঙ্গিবাদ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাসহ বিভিন্ন পারিবারিক ইস্যু নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।