ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গ্লোবাল টাচ ইনস্টিটিউটের ওয়েবসাইট উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
গ্লোবাল টাচ ইনস্টিটিউটের ওয়েবসাইট উদ্বোধন গ্লোবাল টাচ ইন্সটিটিউটের (জিটিআই) ওয়েবসাইটের উদ্বোধন

বগুড়ার গ্লোবাল টাচ ইনস্টিটিউটের (জিটিআই) নিজস্ব ওয়েবসাইটের উদ্বোধন হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ওয়েবসাইটটির উদ্বোধন করেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়ায় হয়ে যাওয়া ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ হওয়ায় সন্তোষ প্রকাশ করে কারিগরি শিক্ষাবোর্ড চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান বলেন, উত্তরাঞ্চলের শিক্ষিত ও বেকার যুবকদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দিয়ে জিটিআই দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


 
উদ্বোধনী অনুষ্ঠানে গ্লোবাল টাচ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ মো. তানভির আলম, ইন্সট্রাক্টর মো. আব্দুল ওয়াহেদসহ কারিগরি শিক্ষা বোর্ডের উচ্চ পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।