ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অনলাইনে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
অনলাইনে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস ডিপার্টমেন্ট এবং কোডারসট্রাস্ট’র মধ্যে চুক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস ডিপার্টমেন্ট এবং কোডারসট্রাস্ট বাংলাদেশের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠান দুটি যৌথভাবে ঢাবি শিক্ষার্থীদের অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ নিয়ে কাজ করবে।
 

ঢাবি’র এমআইএস ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হেলাল উদ্দিন আহমেদ এবং কোডারসট্রাস্টের সহ-প্রতিষ্ঠাতা জন কায়ো ফিবিগ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি সাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাবির এমআইএস বিভাগের অধ্যাপক ড. মো. আকরাম হোসেন এবং কোডারসট্রাস্টের কান্ট্রি ডিরেক্টর মো. আতাউল গণি ওসমানী।

বিষয়টি নিয়ে কোডারসট্রাস্টের কান্ট্রি ডিরেক্টর মো. আতাউল গণি ওসমানী বলেন, শুরু থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগ্রহী শিক্ষার্থীরা আমাদের অনুরোধ করেছে তারা কিভাবে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবে।

সেই বিষয়টি বিবেচনায় নেয়া হয়েছে। তাই এখন থেকে পর্যায়ক্রমে কোডারসট্রাস্টের সকল কোর্স অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে শেখা যাবে। তিনি বলেন, আগ্রহী শিক্ষার্থীদের ক্লাসে আসার দরকার নেই। আমরা ক্লাসটাকেই তাদের কাছে নিয়ে যাচ্ছি অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে।

কোডারসট্রাস্টের সহ-প্রতিষ্ঠাতা জন কায়ো ফিবিগ বলেন, বাংলাদেশের তরুণদের মধ্যে সম্ভাবনা, মেধা রয়েছে। তাদের শুধু প্রয়োজন সঠিকভাবে পথ দেখানো যাতে ভবিষ্যতে তারা নিজেদের দক্ষতা দিয়ে স্বাধীনভাবে কাজ করতে পারেন। কোডারসট্রাস্ট সেই লক্ষ্য নিয়েই কাজ করছে।

ঢাবির এমআইএস ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হেলাল উদ্দিন আহমেদ বলেন, এই উদ্যোগের ফলে ফ্রিল্যান্সিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা আরো বৃদ্ধি পাবে। সেইসাথে তাদের নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে।

এর আগে কোডারসট্রাস্টের প্রশিক্ষণ কার্যক্রম শুধু ঢাকা কেন্দ্রিক ছিল। যদিও চট্টগ্রাম এবং সিলেটে সফলভাবে দুইটি পাইলট প্রজেক্ট শেষ করেছে। ২০১৭ সালে কোডারসট্রাস্টের লক্ষ্য ‘শিখবে সবাই’ এর মাধ্যমে সারাদেশে এই প্রশিক্ষণ কার্যক্রম ছড়িয়ে দেয়া এবং এ বছরের মধ্যেই দশ হাজার নতুন ফ্রিলান্সার তৈরি করা।

প্রসঙ্গত, কোডারসট্রাস্ট বাংলাদেশ গত ৩ বছর ধরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করে আসছে এবং অনেক প্রশিক্ষণার্থী ইতোমধ্যে সফলতার সাথে অনলাইনে কাজ করছেন। এ পর্যন্ত কোডারসট্রাস্টে প্রশিক্ষণ নিয়ে ৫০০ এরও বেশি ফ্রিল্যান্সার বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করছেন এবং বর্তমানে এক হাজারেরও বেশি প্রশিক্ষণার্থী কোডারসট্রাস্ট ‘লার্ন অ্যান্ড আর্ন’ সেন্টারে প্রশিক্ষণ গ্রহণ করছেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।