ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সোমবার প্রথম মেশিন লার্নিং সম্মেলন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
সোমবার প্রথম মেশিন লার্নিং সম্মেলন মেশিন লার্নিং প্রযুক্তি

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বাংলাদেশে কমিউনিটি গুগল ডেভলপার গ্রুপ (জিডিজি) এবং প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান প্রেনিউর ল্যাবের আয়োজনে দেশে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেশিন লার্নিং সম্মেলন’।  
 

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে চার ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে নসর ফ্লো ডেভেলপার সামিট ২০১৭।  

যেখানে উপস্থিত থাকবেন দেশের মেশিন লার্নিং ডেভেলপার, আইসিটি বিভাগের কর্মকর্তা এবং টেলিকম প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

মেশিন লার্নিংয়ের অগ্রগতি এবং ভবিষ্যত সম্ভাবনা তুলে ধরবেন তারা।

এই আয়োজনের প্রধান অতিথি বেসিস সভাপতি মোস্তফা জব্বার। এছাড়া আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মোঃ হারুনুর রশিদ এবং এলআইসিটি প্রকল্পের কোম্পনেট লিডার সামি আহমেদ উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে।

ইভেন্টটির আয়োজক গুগল ডেভলপার গ্রুপের ম্যানেজার রাখশান্দা রুখাম বলেন, মেশিন লার্নিং ভবিষ্যতের প্রযুক্তি। আমরা চাই বাংলাদেশের স্টার্টআপ, ডেভলপার, প্রতিষ্ঠানগুলো যাতে আগেই থেকে প্রস্তুত থাকে এই প্রযুক্তি গ্রহণ এবং ব্যবহার করে ক্যারিয়ার গঠনের।

মেশিন লার্নিং বর্তমানে ডেভেলপার, ফ্রিল্যান্সার, স্টার্ট আপ এবং ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানগুলোর জন্য এক অবারিত সুযোগ। কিন্তু এর প্রসার এখনো বাংলাদেশে তেমনভাবে হয়নি। তাই এটি সম্পর্কে সকলকে বিস্তারিত জানানো গেলে তথ্যপ্রযুক্তি খাতে অনেক উন্নতি করা সম্ভব।

চার ঘণ্টার এই আয়োজনে থাকছে
-যুক্তরাস্ট্রের মাউন্টেইন ভিউ থেকে সামিটের লাইভ স্ট্রিমিং
-টেকটক সেশন
-মেশিন লার্নিং প্রোজেক্ট শোকেসিং
-বাংলাদেশী ডেভেলপার এবং স্টার্টআপদের সাথে মেশিন লার্নিং এর ভবিষ্যত সুযোগ নিয়ে আলোচনা।

যারা এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে ইচ্ছুক, তাদের রেজিস্ট্রেশান করতে হবে  http://bit.ly/tensorflowbd লিংকটিতে গিয়ে । ফেসবুক ইভেন্ট পেজ (https://www.facebook.com/events/752481361599873/ ) থেকেও এর বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এসজেডএম                                 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।