ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিএফএফ’র পক্ষ থেকে প্রফেসর জামিলুর রেজা চৌধুরীকে অভিনন্দন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
বিএফএফ’র পক্ষ থেকে প্রফেসর জামিলুর রেজা চৌধুরীকে অভিনন্দন প্রফেসর জামিলুর রেজা চৌধুরী

বিজ্ঞান ও প্রযুক্তিতে ২০১৭ সালের একুশে পদক পাওয়ায় বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামিলুর রেজা চৌধুরীকে ফাউন্ডেশনের ট্রাস্টিবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

একইসঙ্গে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের ট্রাস্টি, কর্মী, সহযোগি সংস্থা ও সম্পৃক্ত সকল স্কুল ও বিজ্ঞান ক্লাবের পক্ষে প্রফেসর জামিলুর রেজা চৌধুরীকে অভিনন্দন জানান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী।

গত সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নিকট থেকে আনুষ্ঠানিকভাবে পদক গ্রহণ করেন তিনি।

অন্যান্য শাখায় অবদানের জন্য একুশে পদক প্রাপ্ত সকলকেও অভিনন্দন ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।