ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রাঙামাটিতে ৩ দিনের ল্যাপটপ ও মোবাইল মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
রাঙামাটিতে ৩ দিনের ল্যাপটপ ও মোবাইল মেলা শুরু রাঙামাটিতে ৩ দিনের ল্যাপটপ ও মোবাইল মেলা

রাঙামাটি: রাঙামাটিতে আশিকা-বিআইডিডি আইসিটি প্রকল্পের উদ্যোগে তিনদিন ব্যাপী ল্যাপটপ ও মোবাইল মেলা শুরু হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে জেলা প্রশাসন প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যান প্রকাশ কান্তি চৌধুরী।

আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক বিপ্লাব চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র হেড অব পাবলিক রিলেশন অফিসার আবু সাদাৎ।

এতে স্বাগত বক্তব্য রাখেন বিআইডিডির নির্বাহী পরিচালক সুব্রত সাহা।

আগামী ২৬ ফেব্রুয়ারি (রোববার) এ মেলার পর্দা নামবে বলে মেলা পরিচালনা কমিটি সূত্রে জানা যায়।

মেলায় দর্শনার্থীদের জন্য রয়েছে তিনদিন ব্যাপী ফ্রি কুপন সংগ্রহ।

বাংলাদেশ সময়: ০৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
আরআর/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।