ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সার্চ ইঞ্জিনেও আন্নার আন্দোলন

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১১
সার্চ ইঞ্জিনেও আন্নার আন্দোলন

ভারতজুড়ে চলছে দুর্নীতি বিরোধীর নায়ক আন্না হাজারের জয়গ‍ান। এর ধারাবাহিকতার নজির মিলবে ইন্টারনেট বিশ্বতেও।

টানা ১৩ দিনের গুগল সার্চের শীর্ষ ব্যক্তি ছিলেন আন্না হাজারে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

এ মুহূর্তে ভারতের সোনিয়া গান্ধীর তুলনায় আন্না হাজারের জনপ্রিয়তা অনেকগুণ বেড়েছে। অনলাইনের সার্চইঞ্জিন সূত্রগুলো এ তথ্যই প্রকাশ করেছে।

ভারতের লোকসভায় লোকপাল বিল অনুমোদনের জন্য আমরণ অনশনের পথ বেছে নিয়েছিলেন গণমানুষের নেতা আন্না হাজারে। আন্না হাজারের অনশন শুরুর পর থেকে ১৩ দিনে ২ কোটি ৯০ লাখ সার্চ ওয়ার্ড রেকর্ড করেছে গুগল।

অন্যদিকে এ ক’দিনে সোনিয়া গান্ধীর পক্ষে সার্চের পরিমাণ ৯০ লাখরও কম বলে গুগল সূত্র জানিয়েছে। আন্না হাজারের অনশনের পর পরই এ গণআন্দোলন নিয়ে ফেসুবকে একটি লিঙ্ক সাইট খোলা হয়।

এখানেও আন্না হাজারের পক্ষে ৩ লাখ ৬৪ হাজার ফেসবুকের ‘লাইক’ ভোট জমা পড়ে। এ তুলনায় সোনিয় গান্ধীর পক্ষে লাইক বাটনে ৫৭ হাজার ২৯১ ভোট জমা পড়ে।

সামাজিক গণআন্দোলনে অনলাইন এখন সবচেয়ে শক্তিশালী, গণমুখী এবং সোচ্চার মাধ্যম হয়ে উঠেছে। ভারতের আন্না হাজারের সরকার বিরোধী আন্দোলনও তারই প্রমাণ দিল।

বাংলাদেশ সময় ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।