ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শায়েস্তাগঞ্জে সিম্ফনির গ্রাহক সেবাকেন্দ্র উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
শায়েস্তাগঞ্জে সিম্ফনির গ্রাহক সেবাকেন্দ্র উদ্বোধন

ঢাকা: সম্প্রতি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে সিম্ফনি মোবাইলের ৪৯তম সেবাকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। শায়েস্তাগঞ্জে সিম্ফনির এই সেবা কেন্দ্র উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সিম্ফনি মোবাইলের ডিরেক্টর এন্ড হেড অব সার্ভিস মোরশেদ-উজ-জামান। এ সময় গ্রুপটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মোরশেদ-উজ-জামান বলেন, “সিম্ফনি মোবাইলের সারা দেশব্যাপী আরও ৪৮টি গ্রাহক সেবা কেন্দ্র আছে এবং শায়েস্তাগঞ্জের গ্রাহকদের আরও কাছাকাছি আসার জন্য এখানে আমাদের একটি স্বয়ংসম্পূর্ণ সেবা কেন্দ্র উদ্বোধন করা হলো”।  

সবমিলিয়ে সারাদেশে সিম্ফনির ৪৯টি গ্রাহক সেবা কেন্দ্র এবং ৩১টি কালেকশন পয়েন্ট আছে।

সেবাকেন্দ্রগুলোতে গ্রাহকরা ওয়ারেন্টি থাকা ডিভাইসগুলোর বিনামূল্যে গ্রাহকসেবা নিতে পারবেন এবং ওয়ারেন্টিবিহীন ডিভাইসের ক্ষেত্রে কমমূল্যে সেবা নিতে পারবেন।

গ্রাহকদের আরও কার্যকর উপায়ে সেবাদানের লক্ষ্যে সিম্ফনি মোবাইলের দুইটি হটলাইন নম্বর (১৬২৭২ এবং ০৯৬৬৬৭০০৬৬৬) রয়েছে। হটলাইন নম্বরে ৩৬৫ দিনই সেবা পাওয়া যাবে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত।

বাংলোদেশ সময়: ১২২৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।