ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২৬ মার্চ উপলক্ষে ই-বুক অ্যাপে ২৬ শতাংশ ছাড়

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
২৬ মার্চ উপলক্ষে ই-বুক অ্যাপে ২৬ শতাংশ ছাড় সেইবইয়ে স্বাধীনতা অফার

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সেইবই-এর সকল ই-বুকে দেওয়া হচ্ছে ২৬ শতাংশ ছাড়। সবার জন্য উন্মুক্ত এই অফার ২৬ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। বাংলা ভাষা ও সাহিত্যের  সব ধরণের বইয়ে সমৃদ্ধ সেইবই অ্যাপে প্রায় ১২শ এর অধিক বই রয়েছে। যেখানে সহজেই পছন্দের বইটি পাওয়া সম্ভব।  

অ্যান্ড্রয়েড এবং আইও্স নির্ভর স্মার্টফোন এবং ট্যাবলেট ব্যবহারকারীরা সেইবই অ্যাপটি ফ্রি ডাউনলোড করে ডিভাইসে ইনস্টল করতে পারবেন। পেমেন্টের জন্য সব ব্যবস্থা রয়েছে।

যেমন এই ই-লাইব্রেরি থেকে একজন ইউজার বা পাঠক ডেবিট, ক্রেডিট, ভিসা,মাস্টার কার্ড, বিকাশ, এমক্যাশ, ইউক্যাশ, রকেট, মাইক্যাশ সহ যেকোনো পেমেন্ট মাধ্যম ব্যবহার করে বই কিনতে পারবেন।

তাই বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বাংলাভাষী মানুষেরা পছন্দের বাংলা বইগুলো পড়ার সুযোগ পাবেন।

অ্যাপটি আরো সমৃদ্ধশীল করতে ‘সেইবই’ কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অ্যাপটি ইনস্টল করতে ব্রাউজ করুন নিচের লিঙ্কগুলো-

অ্যান্ড্রয়েড : https://play.google.com/store/apps/details?id=raven.reader

আইফোন : https://itunes.apple.com/us/app/sheiboi/id976937372?mt=8

ফেসবুক পেজ: https://www.facebook.com/sheiboireader/

ওয়েবসাইট : www.sheiboi.com

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।