ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রেস্টুরেন্ট পরিচালনায় রেস্টুরেটর জোন অ্যাপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
রেস্টুরেন্ট পরিচালনায় রেস্টুরেটর জোন অ্যাপ রেস্টুরেন্ট পরিচালনায় রেস্টুরেটর জোন অ্যাপ উদ্বোধন

দেশের শীর্ষস্থানীয় ওয়েবভিত্তিক ইআরপি সেবাদাতা প্রতিষ্ঠান সিসটেক ডিজিটাল লিমিটেড এবং আন্তর্জাতিক এন্টারপ্রাইজ মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান বিয়ন্ড ইনোভেশনস অ্যান্ড টেকনোলজিস লিমিটেড স্থানীয় বাজারে আন্তর্জাতিকমানের এন্টারপ্রাইজ মোবাইল অ্যাপ সেবা প্রদানে সম্মিলিত উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বেসিস সভাপতি মোস্তাফা জব্বার প্রধান অতিথি হিসেবে অ্যাপটির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিসটেক ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বেসিসের সহ-সভাপতি এম রাশিদুল হাসান, বিয়ন্ড ইনোভেশনস অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান এস এম নুরুল হক, ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দিক আহসান সহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বেসিস সভাপতি মোস্তাফা জব্বার বলেন, প্রায় শত বিলিয়ন ডলার অ্যাপসের বাজারে বাংলাদেশের অংশগ্রহণ তুলনামূলক কম হলেও বেশ কিছু কোম্পানি ও ডেভেলপাররা আন্তর্জাতিকমানের ভালো অ্যাপ, গেইম তৈরি করছে। এই বিশাল বাজারে বাংলাদেশের সম্ভাবনা প্রচুর।

সেটিকে কাজে লাগাতে আমাদের তরুণ ডেভলপার ও উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। সিসটেক ডিজিটাল লিমিটেড এবং বিয়ন্ড ইনোভেশনস অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের এই উদ্যোগ সেই কার্যক্রমকে এগিয়ে নেবে বলে আশাবাদ করেন তিনি।

বক্তব্যে এম রাশিদুল হাসান বলেন, সিসটেক ডিজিটাল লিমিটেড বিগত ১৭ বছর যাবত সুনামের সাথে আইটি সেবা দিয়ে আসছে এবং স্থানীয় বাজারে পাঁচ হাজারের অধিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

অপরদিকে বিয়ন্ড ইনোভেশনস অ্যান্ড টেকনোলজি বহি:বিশ্বে অ্যাপস ডেভেলপমেন্টে অনেক কাজ করেছে, বিশেষকরে যুক্তরাষ্ট্রে বেশ কিছু অ্যাপ ভোক্তা পর্যায়ে অনেক সুনাম কুঁড়িয়েছে। সাফল্যের এই ধারাবাহিকতাকে কাজে লাগিয়ে দেশের বাজার উন্নয়নকল্পে একমত হয়েছে উভয় কোম্পানি।

যৌথভাবে তৈরি করা এই এন্টারপ্রাইজ সল্যুশন আন্তর্জাতিকমানের ও সম্ভাবনাময়। এর মাধ্যমে দেশী-বিদেশী রেস্টুরেন্ট উদ্যোক্তারা তাদের ব্যবসায়ের প্রয়োজনীয় সকল কাজের চাহিদা মেটাতে পারবেন।

এছাড়া বিয়ন্ড ইনোভেশনসের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ব্যবসার জন্য এন্টারপ্রাইজ মোবাইল অ্যাপস অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তাৎক্ষণিক যোগাযোগের প্রয়োজনীয়তা এর পেছনে একটি মূল কারণ।

এছাড়াও এডেলমেন ইন্টেলিজেন্সের ২০১৬ সালের আন্তর্জাতিক জরিপ অনুযায়ী, গত ১২-২৪ মাসে বিশ্বব্যাপী এন্টারপ্রাইজ মোবাইল অ্যাপসের খুব দ্রুত প্রসার হয়েছে। বিয়ন্ড ও সিসটেক থেকে বাজারের চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে বিভিন্ন ধরণের এন্টারপ্রাইজ অ্যাপস নিয়ে আসার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

অ্যাপটি ডাউনলোড ও বিস্তারিত জানতে ভিজিট করতে হবে : https://play.google.com/store/apps/details?id=com.beyondtechbd.reviewappadminsystech

বাংলাদেশ সময়: ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।