ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২৪ ক্যারেট সোনায় মুড়লো হুয়াওয়ে পি১০

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
২৪ ক্যারেট সোনায় মুড়লো হুয়াওয়ে পি১০ হুয়াওয়ে পি১০’র গোল্ড ভার্সন

বর্তমানে হুয়াওয়ে পি ১০ পাওয়া যায় ৮টি রঙে। কিন্তু যখনই শুনবেন হুয়াওয়ের এই মডেলটি মনোমুগ্ধকর সোনায় আবৃত হয়ে আসছে, নিশ্চয় অন্যগুলো ছেড়ে এর দিকেই ঝুঁকবেন কেউ কেউ। কারণ কিছু মানুষের তো ব্যতিক্রমী ভাললাগা থাকে।
 

আর সেই সমস্ত মানুষগুলোর জন্যই হুয়াওয়ের পি১০’র বিশেষ অপশন, যেটা সত্যিকারে ২৪ ক্যারেট গোল্ড দিয়ে তৈরি করা হয়েছে।

লিজেন্ড ফিনল্যান্ড-ভিত্তিক প্রতিষ্ঠান, যারা ফরমায়েশে জমকালো সমস্ত ইলেকট্রনিক্স পণ্য তৈরি করে।

বিগত কয়েক বছর ধরে জনপ্রিয় ফোন, ট্যাব এবং ওয়াচের কাস্টম ভার্সন প্রকাশ করেছে লিজেন্ড।

আর এ বছর তারা হুয়াওয়ের পি১০’কে বেছে নিয়েছে। তবে বিলাসবহুল এই ভার্সনটি তৈরি হচ্ছে মাত্র ৮টি।

অর্ডার অনুযায়ী পি১০, ২৪ ক্যারেটের গোল্ডের আবরণ ছাড়াও আরো জাঁকজমক করতে এর পেছনে থ্রিডি ড্রাগনের ছবি দেওয়া হয়েছে যার চোখ লাল রঙয়ের ডায়মন্ডে তৈরি।

লিজেন্ড জানিয়েছে, ৮টি ফোনের প্রত্যকটি হাত দিয়ে নিপুণভাবে তৈরি করা। স্বর্ণে খচিত তৈরি এই পণ্যটির অর্ডার করতে যাদের সামর্থ্য রয়েছে, তারা ২৪ ক্যারেটের রোজ গোল্ড অথবা প্লাটিনাম দুইটি অপশন থেকে পছন্দেরটি নির্বাচন করতে পারবেন।

পছন্দ অনুযায়ী গ্রাহকদের টাকা খরচ করতে হবে ২৯ হাজার থেকে ৩০,৩০ ডলার। পছন্দের ক্ষেত্রে আরো অপশন আছে, যেমন ড্রাগনের ডিজাইন ছাড়াও লাক্সারি লেদারের কভার থাকছে।

লিজেন্ড এই ফোনটি কাঠের বক্সে বিশেষ সার্টিফিকেট এবং ওয়্যারেন্টি কার্ড যোগে বাজারজাত করবে।

হুয়াওয়ের পি১০ এর পর্দার আকার ৫.২ ইঞ্চি এর প্রতি ইঞ্চিতে রেজ্যুলেশন ১০৮০। এছাড়া ৪ জিবি ৠামের সাথে যুক্ত করা হয়েছে সিরিন ৯৬০ সক। আছে ৩২ জিবি এবং ৬৪ জিবি স্টোরেজ, লাইকা সেন্সর যুক্ত ২০ এমপি এবং ১২ এমপি ডুয়্যাল রিয়ার ক্যামেরা। সম্মুখেও লাইকার তৈরি ৮এমপি সেন্সর আছে।

পি১০ এর ওজন ১৪৫ গ্রাম, ব্যাটারি ৩২০০০ এমএএইচ। তবে গোল্ড ব্যবহারের ফলে এর ওজন কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।