ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘দ্য ডেইলি টেলিগ্রাফ’ হ্যাক!

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১১
‘দ্য ডেইলি টেলিগ্রাফ’ হ্যাক!

এবার তুর্কিশ হ্যাকদের কবলে পড়েছে বিখ্যাত সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’।

এ আক্রমণের তালিকায় আছে ভোডাফোন, ইউপিএস ছাড়াও আরও চারটি স্বনামধন্য প্রতিষ্ঠান।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

এটি সংঘবদ্ধ হ্যাকিং হলেও তথ্যগত কোনো ক্ষতির কারণ হয়নি। শুধু সাইটের প্রধান পৃষ্ঠার হ্যাকারদের নাম প্রতিষ্ঠা করাই আপাতত এ হ্যাকারদের লক্ষ্য বলে বিশেষজ্ঞেরা ধারণা করছেন।

তুর্কিশ একটি হ্যাকার দল এ আক্রমণ চালিয়েছে বলে ওয়েব নিরাপত্তা সূত্রগুলো নিশ্চিত করেছে। আইপি অ্যাড্রেসে কর্তৃত্ব প্রকাশ করাই ছিল এ হ্যাকিংয়ের মূখ্য উদ্দেশ্য। ঘটেছেও ঠিক তাই।

তুর্কিশ এ হ্যাকিংয়ে আক্রান্ত দ্য ডেইলি টেলিগ্রাফ, ভোডাফোন, ইউপিএস ছাড়াও মোট সাতটি অনলাইন মাধ্যম এ আক্রমণের তালিকায় ছিল। প্রত্যেকেরই প্রধান পৃষ্ঠায় হ্যাকররা তাদের হ্যাকিং বার্তা প্রদর্শন করেছে।

এ হ্যাকার চক্র হ্যাকিং পৃষ্ঠায় তাদের ‘তুর্রগুভেনলিজি’ নামে পরিচিত করেছেন। এ চক্রের প্রধান লক্ষ্য ছিল নির্দিষ্ট সাইটগুলোর ডোমেইন নেম সিস্টেম (ডিএনএস) পরিবর্তন করে সাইটের রুট বদলে দেওয়া। ফলে মূল সাইটটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়।

এরই মধ্যে আক্রান্ত প্রতিষ্ঠানগুলো বিকল্প ইউআরএল এবং আইপি অ্যাড্রেস দিয়ে তাদের নিয়মিত সাইট সচল রেখেছে। অচিরেই সাইটগুলো তাদের নিয়মিত ঠিকানায় (আইপি) ফিরে যাবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

বাংলাদেশ সময় ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।