ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুক বন্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
ফেসবুক বন্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের লোগো

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধের বিষয়ে সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি এড়ানো ও কর্মক্ষমতা যাতে নষ্ট না হয় সেজন্য রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ফেসবুক বন্ধ রাখা যায় কিনা- এ বিষয়ে টেলিযোগাযোগ বিভাগের কাছে মতামত জানতে চেয়েছিলো মন্ত্রিপরিষদ বিভাগ।
 
এ বিষয়ে মতামতটি টেলিযোগাযোগ বিভাগ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) পাঠিয়ে দেয়।

বিটিআরসির একজন কর্মকর্তা ওই চিঠি পাওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
ফেসবুক বন্ধের বিষয়ে সোমবার (০৩ এপ্রিল) সংবাদ মাধ্যমে খবর আসার পর গণমাধ্যমে বিবৃতি পাঠায় টেলিযোগাযোগ বিভাগ।
 
ফেসবুক বন্ধের খবরটি সঠিক নয় দাবি করে টেলিযোগাযোগ বিভাগের বিবৃতিতে বলা হয়, সরকার ফেসবুক বন্ধের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
 
এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে টেলিযোগাযোগ বিভাগ।
 
গত বছর জেলা প্রশাসক সম্মেলনে ডিসিরা শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হওয়ার বিষয়ে এবং কর্মক্ষমতা কমে যাওয়ার কারণে মধ্যরাতে ফেসবুক বন্ধের সুপারিশ করেছিলেন।

**মধ্যরাতে ফেসবুক বন্ধ রাখতে চায় সরকার

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এমআইএচ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।