ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশের বাজারে সিম্ফনির নতুন স্মার্টফোন ‘পি৭ প্রো’

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
দেশের বাজারে সিম্ফনির নতুন স্মার্টফোন ‘পি৭ প্রো’

ঢাকা: দেশের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি এবার দেশের বাজারে নিয়ে এলো নতুন স্মার্টফোন ‘সিম্ফনি প্রি৭ প্রো’। ডুয়েল ফ্ল্যাশ সুবিধাসম্পন্ন স্মার্টফোনটিতে রয়েছে অত্যাধুনিক সব ফিচার।

১৩ মেগাপিক্সেল রিয়ার ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দু’টিতেই দেওয়া হয়েছে অ্যাপারচার ২.০। ট্রাই টোন এলইডি ব্যাক ফ্ল্যাশ এবং ফ্রন্ট ফ্ল্যাশও রয়েছে হ্যান্ডসেটটিতে।

এর মাধ্যমে ফোনটি দিয়ে স্বল্প আলোতেও উন্নতমানের ছবি তোলা যাবে।

ক্যামেরা ফিচারে রয়েছে ফেস বিউটি, প্যানারোমা মোড ও এইচডিআর মোড।  

৫.৩ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লের সঙ্গে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো। ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর এবং ৩ জিবি ডিডিআর থ্রি ৠাম ব্যবহার করা হয়েছে প্রি৭ প্রো-তে।

ডুয়াল সিমের স্মার্টফোনটিতে আছে শক্তিশালী ২৬০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি। এছাড়াও ফোনটিতে ব্যবহার হয়েছে কাস্টম মেইড ইন্টেলিজেন্ট সফটওয়্যার ডিজাইন। যার মাধ্যমে ব্যাটারির কার্যক্ষমতা বেড়ে যাবে ৪৫ শতাংশ পর্যন্ত।  

ওটিজি এবং ওটিএ সাপোর্ট স্মার্টফোনটিতে আছে জি সেন্সর, এক্সিলারেটোমিটার, প্রক্সিমিটি সেন্সর এবং লাইট সেন্সর। ১৬ জিবি ধারণক্ষমতার এ ফোনটিতে ব্যবহারকারী চাইলে মেমোরিকার্ডের মাধ্যমে তা ৩২ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন।  
অত্যাধুনিক সব সুবিধাসম্পন্ন স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৯,৯৯০ টাকা।  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।