ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্যাট্রিয়ট পণ্যে বৈশাখী অফার নিয়ে সোর্স এজ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
প্যাট্রিয়ট পণ্যে বৈশাখী অফার নিয়ে সোর্স এজ প্যাট্রিয়ট পণ্যে সোর্স এজ‘র বৈশাখী অফার

আমেরিকান প্রযুক্তিপণ্য ব্র্যান্ড প্যাট্রিয়ট এর ডেস্কটপ ল্যাপটপ ৠাম, পেনড্রাইভ, মেমোরী কার্ড, এসএসডি ও গেমিং কিবোর্ড, মাউস এবং হেড-ফোন সহ বিভিন্ন অ্যাকসেসরিজ দেশের বাজারে  নিয়ে এসেছে সোর্স এজ লিমিটেড।
 

বিশ্বজুড়ে প্যাট্রিয়ট প্রায় ২০০ টিরও বেশি দেশে প্রযুক্তিপণ্যের চাহিদা মেটাতে ভূমিকা রেখে আসছে। সৃষ্টিলগ্ন থেকেই মানসম্পন্ন প্রযুক্তিপণ্য উদ্ভাবন, উৎপাদন ও বিপণন করছে তারা।

বিশেষকরে মেমোরি ও স্টোরেজ পণ্যে যুগান্তকারী উদ্ভাবনী দক্ষতা ও উৎকর্ষতা দিয়ে বিশ্বের প্রযুক্তিপ্রেমী মানুষের আস্থা অর্জন করে নিয়েছে। একই ধারাবাহিকতায় বাংলাদেশেও প্যাট্রিয়ট তার পণ্য ও সেবা বিস্তার করেছে।

অপরদিকে সোর্স এজ’ও এক দশকের বেশি সময় ধরে এদেশের প্রযুক্তিপ্রেমীদের কাছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের বিভিন্ন পণ্য ও সেবা উপস্থাপনের মাধ্যমে আস্থা অর্জন করেছে।

উল্লেখ্য, প্যাট্রিয়ট ইন্টেল ও এএমডি এর অফিসিয়াল মেমোরি সরবরাহকারী। এর মেমোরি ও স্টোরেজ পণ্যে রয়েছে লাইফ টাইম ওয়ারেন্টি।

এছাড়া ব্র্যান্ডটির পেনড্রাইভ, মেমোরি কার্ড ও এসএসডি ইতিমধ্যে বিশে^র মোষ্ট প্রেফারড ব্র্যান্ড হিসাবে স্বীকৃত। বাংলাদেশে প্যাট্রিয়ট পণ্যের বিস্তারিত তথ্য ও সেবা সম্পর্কে গ্রাহকদের জানাতে একটি ফেজবুক পেইজ খোলা হয়েছে।

সেইসাথে বাঙালীদের অন্যতম লোকজ উৎসব নববর্ষ উপলক্ষ্যে ব্র্যান্ডটির ড্রিসটিবিউটর সোর্স এজ লিমিটেড এর সকল মডেলের পেন-ড্রাইভ ও মেমোরি কার্ড এবং ভাইপার গেমিং কি-বোর্ড, মাউস ও হেডফোনের উপর এপ্রিল মাস জুড়ে দিচ্ছে ১৫% বৈশাখী মূল্য ছাড়।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।