ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইংরেজি শেখার সহজ অ্যাপ ‘ব্রিমিং’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
ইংরেজি শেখার সহজ অ্যাপ ‘ব্রিমিং’ ইংরেজি শেখার সহজ অ্যাপ ‘ব্রিমিং’

শিক্ষার্থীদের কাছে ইংরেজি শেখার পদ্ধতিকে সহজ করতে ‘ব্রিমিং’ নামে একটি মোবাইল অ্যাপ উদ্ভাবন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চার শিক্ষক।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা কেলি রায়ান অ্যাপটির উদ্বোধন করেন। ডিআইইউ এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এ এম এম হামিদুর রগমান, রেজিস্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক, পরিচালক (ইন্টারন্যাশনাল এফেয়ার্স) প্রফেসর ড. মোঃ ফখরে হোসেন, ইংরেজী বিভাগের প্রধান  ড. মোঃ মহসিন রেজা, সহকারি অধ্যাপক সামসি আরা হুদা প্রমুখ।

    

অ্যাপ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতায় কেলি রায়ান বলেন, শিক্ষকরা শুধু গতানুগতিক ধারায় ক্লাস নেন না। শিক্ষার্থীদের পাঠদানকে সহজ করতে তারা নানা পদক্ষেপও গ্রহণ করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষরা তার প্রমাণ। তারা শিক্ষার্থীদের ইংরেজি শেখার উপযোগী একটি মোবাইল অ্যাপ তৈরি করেছেন। নিঃসন্দেহে এটি একটি চমৎকার উদ্ভাবন।

কেলি আরো বলেন, উচ্চশিক্ষা, চাকরি, ক্যারিয়ার থেকে শুরু করে নানা প্রয়োজনে ইংরেজি শেখা খুবই জরুরি। কারণ, গ্লোবালাইজেশনের কারণে আমরা কেউ আর এখন একক কোনো দেশের বাসিন্দা নই। ফলে লেখাপড়া, ক্যারিয়ার, ব্যবসাবাণিজ্য থেকে শুরু করে সবক্ষেত্রেই আন্তর্জাতিক প্রতিযোগিদের সঙ্গে লড়াই করতে হচ্ছে।

এজন্য ইংরেজি ভাষায় দক্ষতা না থাকলে বিপদে পড়তে হয়। ব্রিমিং অ্যাপ এই সমস্যা সমাধানে সহায়তা করবে। আশা করি শিক্ষার্থীরা এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে খুব ভালোভাবে ইংরেজি শিখতে পারবে।

বক্তৃতায় মো. সবুর খান বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে পৃথিবী আজ নানা দিক থেকে অনেক বদলে গেছে কিন্তু এখনো আমাদের শিক্ষা ব্যবস্থা অনেকাংশেই সেকেল রয়ে গেছে। এখানে পরিবর্তন জরুরি। সময়টা যেহেতু তথ্যপ্রযুক্তির, তাই শিক্ষাকে প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা ছাড়া উপায় নেই। ইংরেজি বিভাগের ‘লাইভ কোড’ টিম সেই কাজটিই করেছে।

শীক্ষার্থীদেরকে তিনি অ্যাপ ব্যবহার করতে গিয়ে কী কী সমস্যা হয়, তা অ্যাপ উদ্ভাবনকারী টিমকে জানাতে বলেন এবং শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক অ্যাপটি ডেভলপ করার জন্য লাইভ কোড টিমকে পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।