ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নেটগিয়ারের নতুন ওয়াইফাই প্রযুক্তি ‘অরবি’

‌‌আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
নেটগিয়ারের নতুন ওয়াইফাই প্রযুক্তি ‘অরবি’ নেটগিয়ারের নতুন ওয়াইফাই কিট ‘অরবি’

দেশের বাজারে পাওয়া যাচ্ছে নেটগিয়ারের নতুন ও শক্তিশালী ওয়াইফাই প্রযুক্তি ‘অরবি’ (আরবিকে৫০)।
 

এটিকে ‘মেশ নেটওয়ার্কিং কিট’ বলা হয়ে থাকে। যে কোনো রাউটারের মত একটি বৃহৎ পরিসরে ওয়াইফাই ইন্টারনেট ছড়িয়ে দেয় এই কিট।

নেটগিয়ারের নতুন এই মেশ নেটওয়ার্কিং কিট  ৫০০০ বর্গফুট এলাকাকে দ্রুতগতির ট্রাই-ব্যান্ড এসি৩০০০ ইন্টারনেটের আওতায় নিয়ে আসতে সক্ষম।

এর প্রতিযোগী কিটগুলিতে সাধারণত ৩টি ডিভাইস থাকলেও অরবিতে থাকা ২টি ডিভাইসই পুরো ৫০০০ বর্গফুটেরএকটি বাড়ি বা অফিসে দ্রুত গতির ইন্টারনেট ছড়িয়ে দিতে পারে।

অরবির দুটি ডিভাইস হলো অরবি রাউটার এবং এর স্যাটেলাইট। ডিভাইস দুটি ভিন্ন ভিন্ন স্থানে রেখে ব্যবহার করতে হয়।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।