ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বৈশাখে বিশেষ ছাড়ে ওয়ালটন ‘এক্স ফোর প্রো’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
বৈশাখে বিশেষ ছাড়ে ওয়ালটন ‘এক্স ফোর প্রো’ বৈশাখে বিশেষ ছাড়ে ওয়ালটন ‘এক্স ফোর প্রো’

বাংলা নববর্ষ উপলক্ষ্যে ‘এক্স ফোর প্রো’ স্মার্টফোনে আকর্ষণীয় অফার ঘোষণা করেছে ওয়ালটন। যে কোনো ওয়ালটন প্লাজা বা ব্র্যান্ডেট আউটলেট থেকে দেশীয় জনপ্রিয় ব্র্যান্ডের এ মডেলটি নগদ মূল্যে কিনলে পাওয়া যাচ্ছে ১ হাজার ৫০০ টাকা ছাড়। অফারটি চলবে ৩রা বৈশাখ পর্যন্ত।
 

ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ ফোন হিসেবে প্রিমো এক্স ফোর প্রো বাজারে ছাড়ে ওয়ালটন। উন্নত ফিচার ও মাল্টিটাস্কিং সুবিধাযুক্ত দীর্ঘস্থায়ী ব্যাটারির এক্স ফোর প্রো বর্তমানে গ্রাহক চাহিদার শীর্ষে।

মূল্য ২৮ হাজার ৯৯০ টাকা।

৫.৫ ইঞ্চির ফুল এইচডি সুপার অ্যামোলেড ২.৫ডি কার্ভড (বাঁকানো) পর্দার এক্স ফোর প্রো-তে ব্যবহৃত হয়েছে  ৬৪ বিট সম্পন্ন ২ গিগাহার্টজের শক্তিশালী অক্টা-কোর প্রসেসর।

সম্পূর্ণ মেটাল বডির ফোনটির ডিসপ্লেকে আঘাত ও আঁচর থেকে সুরক্ষা দিতে রয়েছে চতুর্থ প্রজম্মের কর্নিং গরিলা গ্লাস। আছে দ্রুতগতির ৪ জিবি ডিডিআর৩ র‌্যাম। গ্রাফিক্স হিসেবে মালি টি-৮৬০ ব্যবহার করায় গেমিং হয়েছে রোমাঞ্চকর। এক্স ফোর প্রো’তে আছে ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি। ফলে অনেক বেশি ভিডিও, ছবি, মিউজিক, অ্যাপসসহ অসংখ্য ফাইল সংরক্ষণ করা যাচ্ছে। সুযোগ আছে ১২৮ জিবি পর্যন্ত বর্ধিত মেমোরি ব্যবহারের।

এক্স ফোর প্রো’তে দুর্দান্ত ছবি তোলার জন্য রয়েছে দ্রুতগতির পিডিএএফ প্রযুক্তির অটোফোকাস ও এলইডি ফ্ল্যাশ সুবিধাসহ বিএসআই সেন্সরযুক্ত ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, যার অ্যাপারচার সাইজ এফ ২.০। আকর্ষণীয় সেলফির জন্য আছে এফ ২.২ অ্যাপারচার সাইজের বিএসআই সেন্সরের ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। নরমাল মোড ছাড়াও ফেস বিউটি, এইচডিআর, টাইম ল্যাপস, প্যানোরমা, স্মার্ট সিন, নাইট মোড এবং জিফের মতো আকর্ষণীয় মোডে ছবি তোলা যায়। রয়েছে প্রফেশনাল ক্যামেরা মোড অপশন।

৮.৩ মিলিমিটার পুরুত্বের পাতলা এই সেটের হোম বাটনে সুপার ফাস্ট রেসপন্স ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সংযোজন করা হয়েছে। ফলে ০.৩ সেকেন্ডের মধ্যেই সেটটি আনলক করা যায়।

অ্যান্ড্রয়েট মার্শম্যালো ৬.০ অপারেটিং সিস্টেম পরিচালিত ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। ফলে দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। এক্সপ্রেস ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় দুই ঘণ্টারও কম সময়ে ফোনটিতে পূর্ণ চার্জ হয়। একবার ফুল চার্জ দিলে টানা ১২ ঘন্টা পর্যন্ত এইচডি ভিডিও দেখা যায়।

কানেক্টিভিটির জন্য আছে ডুয়েল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪, ওয়্যারলেস ডিসপ্লে শেয়ারিং, ওয়াই-ফাই হটস্পট, ওটিএ ও ওটিজি সুবিধা। আছে ইউএসবি কিবোর্ড, গেমিং কনসোল ও পেনড্রাইভ ব্যবহার সুবিধাও। দুই সিম সুবিধার ফোনটি থ্রিজি ও ফোরজি সমর্থন করে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।