ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগলেও মঙ্গল শোভাযাত্রা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
গুগলেও মঙ্গল শোভাযাত্রা গুগলেও মঙ্গল শোভাযাত্রা

ঢাকা: বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বর্ণাঢ্য করে তুলতে এক হয়েছে সার্চ ইঞ্জিন গুগলও। তারা তাদের প্রচ্ছদে ছবি সংযুক্ত করে বাংলা নববর্ষ উদযাপনে মেতেছে।

বৈশাখের ভোর থেকেই গুগলের প্রচ্ছদে ফুটে উঠেছে মঙ্গল শোভাযাত্রার একটি ইমেজ-ভিডিও।

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার অায়োজনে বের হয় মঙ্গল শোভাযাত্রা।

যা স্থান করে নিয়েছে ইউনেস্কোর অপরিমেয় ঐতিহ্যের তালিকায়। অর্থাৎ এটি এখন বিশ্ব ঐতিহ্যের অংশ, যা বাঙালির জন্য গর্বের।

গুগলও বাদ যাযনি এই ঐতিহ্য বরণের সুযোগ থেকে। কয়েকটি মুখোশ দিয়ে গুগল সেই মঙ্গল শোভাযাত্রায় শামিল হয়েছে। যাতে রয়েছে বাঘের মুখোশও।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
এমঅাইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।