ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন আঙ্গিকে আসছে সনির প্লেস্টেশন থ্রি

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০
নতুন আঙ্গিকে আসছে সনির প্লেস্টেশন থ্রি

সনির বহুল আলোচিত গেম কনসোল প্লেস্টেশন থ্রি এ যুক্ত হচ্ছে নতুন বৈশিষ্ট্য। আর তা হচ্ছে এর তথ্য ধারণক্ষমতা।

আগের প্লেস্টেশন থ্রি থেকে নতুন সংস্করণের হার্ড ড্রাইভে শতকরা ৩৩ ভাগ মেমোরি যুক্ত হচ্ছে। অর্থাৎ নতুন প্লেস্টেশন থ্রির তথ্য ধারণক্ষমতা হবে ৩২০ গিগাবাইট।

৩২০ গিগাবাইট তথ্য ধারণযোগ্য প্লেস্টেশন থ্রির সম্ভাব্য মূল্য হবে ৩৯৯.৯৯ ডলার। আর ১৬০ গিগাবাইট এর পুরনো সংস্করণগুলোর মূল্য হবে ২৯৯.৯৯ ডলার। অচিরেই উত্তর আমেরিকায় নতুন সংস্করণগুলোর বিপণন শুরু হবে বলে জানানো হয়।

আগামী অক্টোবর থেকে ইউরোপে ১৬০ গিগাবাইটের প্লেস্টেশন থ্রি উন্মুক্ত করা হবে। তবে এ সংস্করণের সঙ্গে বাড়তি বৈশিষ্ট্য হচ্ছে মোশন কন্ট্রোল গেম সিস্টেম। তবে নতুন এ সংস্করণের মূল্য হবে ৩৮৪.৬ ডলার।

বাংলাদেশ স্থানীয় সময় ১৩১৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।