ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইয়াহু বোর্ডেও ক্যারোলের ইস্তফা

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১১
ইয়াহু বোর্ডেও ক্যারোলের ইস্তফা

এবার ইয়াহুর নির্বাহী পরিচালনা পর্ষদ থেকেও পদত্যাগ করলেন ক্যারোল বার্টজ। মাত্র ক দিন আগে প্রতিষ্ঠানটির সিইও পদ থেকে তাকে প্রত্যাহার করে নেয় ইয়াহুর নির্বাহীর পর্ষদ।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম ফরচুনায় দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ক্যারোল বার্টজ জানান, সিইও পদ থেকে সরে গেলেও তিনি পরিচালনা বোর্ডের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ মুহূর্তে পরিস্থিতিটা মোটেও ক্যারোল বার্টজের অনুকূলে নেই। এবার তাকে পরিচালনা বোর্ডের সদস্যপদ থেকেও অব্যাহতি দেওয়া হলো।

এবারের ইস্তফা বিষয়ে ক্যারোল বার্টজ ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এক অর্থে ইয়াহুর সব ধরনের দায়িত্ব থেকেই তাকে একেবারে অব্যাহতি দেওয়া হলো।

বাংলাদেশ সময় ১৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।