ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইসিএস ঈদ পুনর্মিলনী

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১১
ইসিএস ঈদ পুনর্মিলনী

ইসিএস কার্যনির্বাহী পরিষদের সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোস্তাাফিজুর রহমান তুহিনের পরিচালনায় এলিফ্যান্ট রোড কমপিউটার সমিতির ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠিত হয়েছে। সূত্র এ তথ্য জানিয়েছে।



এ অনুষ্ঠানে ইসিএস কার্যনির্বাহী পরিষদের যুগ্মসাধারন সম্পাদক আহাদউল্লাহ খান রুবেল, প্রচার ও প্রকাশনা সস্পাদক মহিউদ্দিন, সামাজিক ও বিনোদন সম্পাদক তসলিম, নির্বাহী সদস্য কামরুজ্জামান ভূইয়া, মাহফুজ আলম ও শেখ মাইনুদ্দিন মজুমদার সোহাগসহ প্রায় ছয় শ সদস্য উপস্থিত ছিলেন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বিসিএস সভাপতি মোস্তফা জব্বার, সহসভাপতি কাজী আশরাফুল আলম, মহাসচিব মজিবুর রহমান স্বপন, যুগ্মসাধারন সম্পাদক নাজমুল আলম জুয়েল, পরিচালক ইউসুফ আলী শামীম ও শাহিদ-উল-মুনীর।

আরও ছিলেন সভাপতি ফয়েজউল্যাহ খান, মাল্টিপ্ল্যানসেন্টার দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহসান, সাধারন সম্পাদক ইজ্ঞিনিয়ার সুব্রত সরকার।

বাংলাদেশ সময় ২১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।