ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বন্ধ হচ্ছে বিজ্ঞাপনী টেলিবার্তা

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১১
বন্ধ হচ্ছে বিজ্ঞাপনী টেলিবার্তা

ব্যক্তিতথ্য সুরক্ষায় এবার বন্ধ হচ্ছে অযাচিত ও টেলিমার্কেটিং খুদেবার্তা এবং কণ্ঠবার্তা।

সিঙ্গাপুরের তথ্য, যোগাযোগ এবং শিল্প মন্ত্রাণালয় (মিকা) এ নির্দেশ বাস্তবায়ন করতে যাচ্ছে।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

এ উদ্যোগে আগামী বছর থেকেই সিঙ্গাপুরে মোবাইল ফোন ভোক্তাদের ব্যক্তিতথ্য এবং স্বার্থ রক্ষায় সরকার এ আইন বাস্তবায়ন করতে যাচ্ছে।

এর ফলে বন্ধ হয়ে যাবে মোবাইল ফোনভিত্তিক বিজ্ঞাপনী সংস্থার অযাচিত কল আর খুদেবার্তা। এতে সুনিশ্চিত হবে ভোক্তা স্বার্থ।

দ্য মিনিস্ট্রি ফর ইনফরমেশন, কমিউনিকেশন অ্যান্ড দি আর্টস সূত্র জানিয়েছে, এরই মধ্যে ‘ডু-নট-কল’ রেজিস্ট্রি পদ্ধতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার। এর মাধ্যমে মোবাইল ফোন ভোক্তাদের ব্যক্তিতথ্য এবং স্বার্থরক্ষায় টেলিমার্কেটিং কল এবং খুদেবার্তা নিষিদ্ধ করা হচ্ছে।

এ ভোক্তা স্বার্থনীতি বাস্তবায়নের মাধ্যমে একদিকে ভোক্তাদের ব্যক্তিতথ্য সুরক্ষিত হবে। অন্যদিকে এ তথ্যের অযাচিত অপব্যবহারও নিয়ন্ত্রণে চলে আসবে। এ ছাড়াও নিবন্ধিত টেলিবিপণন প্রতিষ্ঠান ছাড়া কেউই বিজ্ঞাপন বার্তা পাঠানোর সুবিধা নিতে পারবে না।

বাংলাদেশ সময় ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।