ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কমছে আইফোন কদর

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১১
কমছে আইফোন কদর

আইফোন ভক্তের সংখ্যা কমছে। এটি কারো নিজস্ব মতামত নয়।

বরং ডিজিটাল প্রজন্মের ভাবনা, সেকেলে পছন্দ আর পুরোনো অবয়বের প্রতি অনীহার বর্হিপ্রকাশ। গবেষণা সূত্র এ তথ্য জানিয়েছে।

আইফোনের দুটি সংস্করণের মধ্যে এতটা সময়ক্ষেপণ, সর্বাধুনিক স্মার্টফোন সিস্টেমের অনুপস্থিতি এবং অবয়বের অভিন্নতা এ জনপ্রিয়তা কমিয়ে আনার পেছনে কাজ করছে বলে গবেষণা মাধ্যম জানিয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক এইচটিসি বিপণনকৌশল প্রধান মার্টিন ফিশার জানান, আইফোনের কদর কমছে। এটা সত্য। তরুণ প্রজন্ম আইফোনকে এখন পুরোনো প্রজন্মের পণ্য হিসেবে বিবেচনা করছে। এটি যেন অভিভাবকদের পণ্য হয়ে উঠেছে।

বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সরেজমিনেও এ বাস্তবতার সত্যতা খুঁজে পেয়েছে গবেষকরা। ক্যাম্পাসগুলোতে এখন ম্যাকবুক এয়ার, অ্যানড্রইডকেন্দ্রিক স্যামসাং এবং এইচটিসি পণ্যের চাহিদা এবং জনপ্রিয়তাও তুঙ্গে।

এ মুহূর্তে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাজারে অ্যানড্রইড পণ্যের সবচেয়ে বেশি যোগান দিচ্ছে এইচটিসি। পিউ’স ইন্টারনেট অ্যান্ড আমেরিকান লাইফ প্রজেক্ট গবেষণা প্রতিষ্ঠানের সূত্র মতে, অ্যানড্রইড সিস্টেমে তারুণ্যের পছন্দকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় এটি আইফোনের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। তবে এটি স্থায়ী কোনো জনপ্রিয়তা নয়। এখানে ওঠানাম‍ার ব্যাপার তো থাকছেই।

বাজার গবেষকদের মতে, এ মুহূর্তে আগের আইফোন কেনার অর্থই হচ্ছে এক থেকে দু প্রজন্ম পিছিয়ে চিন্তা করা। আর স্বল্পদামের অ্যানড্রইডযুক্ত স্মার্টফোন কেনার মানে হচ্ছে সময়ের সঙ্গী হওয়া।

তবে এর মানে আইফোনের কদর একেবারে পড়ে গেছে তেমনটি না। বরং তারুণ্যের প্রয়োজনে আইফোন নিজের উপস্থিতিকে আগের তুলনায় অপ্রতিরোধ্য করতে পারছে না। এভাবেই সংশ্লিষ্ট বিশ্লেষক এবং গবেষকরা আইফোনের এ সময়ের ঋণাত্মক জনপ্রিয়তাকে তুলে ধরেছেন।

বাংলাদেশ সময় ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।