ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইবুকের নতুন সংস্করণ

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১১
ইবুকের নতুন সংস্করণ

তবে এটা কি শ্যাটারপ্রুফ অর্থাৎ শ্রেণীকক্ষে ব্যবহারের উপযোগী ই-রিডার এমনই প্রশ্ন রয়েছে বিদ্যমান।

প্লাস্টিক লজিকের ঘোষণায় এবারে এসেছে নতুন ইবুক রিডার প্লাস্টিক লজিক ১০০ মডেলের নাম।

নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি হিসেবে পণ্যটি শিক্ষাক্ষেত্রে ব্যবহারের উপযোগী। মূল প্রচেষ্টা সম্পর্কে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন নতুন ই-রিডারে একই ধরনের প্লাস্টিকভিত্তিক ইপেপার প্রযুক্তির ব্যবহার হয়েছে।

১০.৭ ইঞ্চি অবয়বের পণ্যের পুরুত্ব ৭.৬৫ মিমি. এবং ওজন ৪৭৫ গ্রাম। ১২৮০ বাই ৯৬০ পিক্সেলের স্পর্শক পর্দায় ব্যবহারকারীরা সংযুক্ত সেবাগুলো উপভোগ করতে পারবে। প্রতিষ্ঠানের বিবরণী অনুযায়ী পণ্যটির প্রদর্শনী কার্যক্রমে থাকবেনা কোনো অসহনীয় আলো এবং ফিঙ্গারপ্রিন্ট। এর অভ্যন্তরীণ বৈশিষ্ট্যে আছে-৮০০ মেগাহার্জ সিপিইউ, স্টোরেজ ক্যাপাসিটি ৪ জিবি এবং মাইক্রো ইউএসবি পোর্ট। কাস্টোমাইজ উইন্ডোজ সিই সমর্থিত সুইপ নিয়ন্ত্রিত জিএসবি মাধ্যমে চলবে এর অপারেটিং সিস্টেম। ব্যটারি স্থায়িত্ব এক সপ্তাহ।

পূর্বে ধারণকৃত ৪০ টি প্রয়োজনীয় টেক্সবুকের সমন্বয়ে আসছে এই ই-রিডার। এ মাসের পরে পণ্যটি রাশিয়ার স্কুল পর্যায়ের শ্রেণীকক্ষে প্রকাশ পাবে। রাশিয়ান মূল্য ১২ হাজার রুবল। তবে ঐ সময় বিশ্বের আরো দেশে এটি প্রকাশ পাচ্ছে কিনা সে বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি প্লাস্টিক লজিক। উল্লেখ্য, নতুন ই-রিডার রাশিয়ার স্কুল পর্যায়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ব্যবহারের সুযোগ পাবে।

সময়: ১৫০০ ঘন্টা, ১৫ সেপ্টেম্বর, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।