ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইন্টারনেটে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জুন ৭, ২০১৭
ইন্টারনেটে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি রাজধানীর সোনাগাঁও হোটেলে অ্যামটরের সংবাদ সম্মেলন- ছবি: সুমন শেখ

ঢাকা: ইন্টারনেট ব্যবহারে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি জনিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)।

একই সঙ্গে জাতীয় বাজেটে হ্যান্ডসেট এবং মোবাইল টেলিযোগাযোগ পরিকাঠামোর ওপর বাড়তি কর ও সিম ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে দেশের সংগঠনটি।

বুধবার (০৭ জুন) সন্ধ্যায় রাজধানীর সোনাগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে টেলিযোগাযোগ শিল্পে করপোরেট ট্যাক্সের সামঞ্জস্য বিধানের এ দাবি জানানো হয়।

বর্তমানে এই খাতে করপোরেট ট্যাক্স ৪৫ শতাংশ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন অ্যামটবের মহাসচিব টিআইএম নুরুল কবির।

এ সময় অন্যান্য মোবাইল অপারেটরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুন ০৭, ২০১৭
এমআইএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।