ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সামাজিক সাইট নিয়ে গুগল নির্বাহীর শঙ্কা

আরিফ আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০
সামাজিক সাইট নিয়ে গুগল নির্বাহীর শঙ্কা

সামজিক সাইটে অবাধে ব্যক্তিগত তথ্য প্রচার নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন গুগলের প্রধান নির্বাহী এরিক স্কমিডট। যেসব তরুণ অনলাইনে অনায়াশে ব্যক্তিগত তথ্য দিচ্ছে, একটু বয়স বাড়লেই তারা এর কুফল বুঝতে পারবে বলে তিনি ওয়াল স্টিট জার্নাল এর প্রতিবেদনে মন্তব্য করেন।

এক সময় তারা নিজের গোপনীয়তা নিয়ে ভাববে। কিন্তু তখন হয়রানি থেকে মুক্তি পাওয়ার আর কোনো উপায় থাকবে না। তখন এ অবস্থা থেকে মুক্তি পেতে হয়ত নিজের নাম পরিবর্তন ছাড়া আর কোনো বিকল্প থাকবে না।

এরিক উল্লেখ করেন, আমাদের সমাজ এখনও বুঝতে পারছে না যে কোন পথে এগুচ্ছি আমরা। ইন্টারনেটে ক্রমেই ব্যক্তিগত সব তথ্য সংযোজিত হচ্ছে। ভবিষ্যতে এটি যে কাল হয়ে দাঁড়াবে তা হয়ত কেউ অনুমানও করতে পারছেন না।

তার ভাষ্য মতে, একজনের সম্পর্কে যখন সবকিছু সবার কাছে প্রকাশ থাকে তখন কী হতে পারে সে ব্যাপারে তরুণদের কোনো ধারণা নেই। সামাজিকভাবে এ বিষয় নিয়ে এখনই চিন্তা করার বিষয়ে তিনি সবাইকে পরামর্শ দিয়েছেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।