ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ট্যাবলেট পিসি নিয়ে আসছে গুগল

আরিফ আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০
ট্যাবলেট পিসি নিয়ে আসছে গুগল

তাইওয়ানের মোবাইল ফোন নির্মাতা এইচটিসি এবং যুক্তরাষ্ট্রের ভেরিজন এর সঙ্গে যৌথভাবে ট্যাবলেট কমপিউটার তৈরির উদ্যোগ নিয়েছে গুগল।

নতুন এ ট্যাবলেট কমপিউটারের নাম এখনও ঠিক না হলেও আগামী ২৬ নভেম্বর বাজারে এ ফোন উন্মোচনের পরিকল্পনা করছে গুগল।

দিনটি হচ্ছে যুক্তরাষ্ট্রের থ্যাংকস গিভিং ডে’র পরের দিন। এ দিনকে সাধারণত শপিং মৌসুমের শুরুর দিন হিসেবে বিবেচনা করা হয়।

অবশ্য গুগলের আগেই অ্যাপল আইপ্যাডের আরেক প্রতিদ্বন্দ্বী স্যামসাং বাজারে নতুন এক ধরনের কমপিউটার আনতে যাচ্ছে। স্যামসাং এর নতুন এ কমপিউটারের নাম দেওয়া হয়েছে গ্যালাক্সি।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।