ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যাপলকে মামলা করছে স্যামসাং

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১১
অ্যাপলকে মামলা করছে স্যামসাং

এবার স্যামসাং প্রস্তুতি নিচ্ছে অ্যাপলের বিরুদ্ধে মামলা করার। এরই মধ্যে আইফোন৫ এর বিরুদ্ধে ওয়্যারলেস নেটওয়ার্ক কৌশল অনুকরণের অভিযোগ তুলেছে স্যামসাং।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

জামার্নিতে স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব বিক্রিতে আইনি নিষেধাজ্ঞার আবেদন জানায় অ্যাপল। আদালতও এ আবেদনে সাড়া দেয়। ফলে জার্মানিতে গ্যালাক্সি পণ্য বিক্রি নিষেধাজ্ঞায় আইনি জালে জড়িয়ে যায় স্যামসাং।

আর আইফা প্রদর্শনীতেও এ নিষেধাজ্ঞা বহাল থাকে। আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ আদেশ মেনে নেয় স্যামসাং। আপাতত জামার্নিতে স্যামসাং গ্যালিক্স ট্যাব এবং স্মার্টফোন বিক্রি স্থগিতই আছে।

এ মুহূর্তে অ্যানড্রইডযুক্ত ট্যাবলেট পিসির সবচেয়ে কদর সবচেয়ে বেশি। এখন ট্যাবলেট পিসি নিয়ে প্রতিযোগিতা করছে অ্যাপল, তোশিবা, সনি, স্যামসাং, লেনোভো এবং অ্যাসার।

এবারের আইফাতে সনি তাদের দুটি মডেলের ট্যাবলেট পিসি প্রদর্শন করেছে। একটি ট্যাবলেট ‘এস’। অন্যটি ট্যাবলেট ‘পি’। এ পণ্য দুটি নিয়ে প্রদর্শনীতে এবার ব্যাপক উৎসাহ দেখা গেছে। বিশেষজ্ঞদের মতে, এবার আইফা প্রদর্শনীতে সনিই বাজিমাত করেছে।

তবে বিশ্বের শীর্ষ দুটি প্রতিষ্ঠানের মধ্যে পেটেন্টের এ লড়াই পুরো ট্যাবলেট পিসির বাজারকেই অস্থির করে রেখেছে।

বাংলাদেশ সময় ২১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।