ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আসন্ন ব্ল্যাকবেরি ৯৬৭০ মডেলের তথ্য ফাঁস

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০
আসন্ন ব্ল্যাকবেরি ৯৬৭০ মডেলের তথ্য ফাঁস

ব্ল্যাকবেরি ৯৬৭০ মডেলের অক্সফোর্ড ক্যামসেল সিরিজ বাজারে আসার আগেই এর বিশেষ সব আভ্যন্তরীণ বৈশিষ্ট্য ফাঁস হয়ে গেছে। আসন্ন ব্ল্যাকবেরি ৯৬৭০ অক্সফোর্ড ক্যামসেল স্মার্টফোনের আভ্যন্তরীণ সব তথ্য প্রকাশ পেয়েছে বয় জিনিয়াস এর প্রতিবেদনে।

উল্লেখ্য, ব্ল্যাকবেরি ৬.০ অপারেটিং সিস্টেমের ক্ষমতাসম্পন্ন স্মার্টফোনে নতুনভাবে আসছে ৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা। যার মাধ্যমে একটানা ছবি তোলা যাবে। ব্ল্যাকবেরি ক্যামসেল ফিপ হ্যান্ডসেটে আকর্ষণীয় বৈশিষ্ট্য হিসেবে থাকছে কোয়র্টি কিবোর্ড। এ কিপ্যাডের সাহায্যে ব্যবহারকারীরা মানসম্মত টাইপ করার সুবিধা উপভোগ করতে পারবেন।

ক্যামসেল হ্যান্ডসেটটি ৬.০ অপারেটিং সিস্টেমে নিয়ন্ত্রিত হবে। নতুন এ ব্ল্যাকবেরি হ্যান্ডসেটে আভ্যন্তরীণ কার্যক্রম প্রদর্শনে আছে ৩৬০ বাই ৪০০ পিক্সেলে আকর্ষণীয় পর্দা। মূল পর্দাটি হচ্ছে ২৪০ বাই ৩২০ পিক্সেল রেজ্যুলেশন যুক্ত। যেখানে বিভিন্ন বিজ্ঞপ্তি, কলার আইডি এবং সময় প্রদর্শিত হবে। কেন্দ্রীয় নিয়ন্ত্রণে ট্র্যাকবলের বদলে আসছে ট্র্যাকপ্যাড।

সেটটি ওয়াইফাই ও জিপিএস যুক্ত করতে ব্ল্যাকবেরি নির্মাতা রিসার্চ ইন মোশন (রিম) সহয়তা করবে। হ্যান্ডসেটটির অন্যতম বৈশিষ্ট্যর মধ্যে ৫ মেগাপিক্সেল বিশিষ্ট ক্যামেরা যা সঠিক উপায়ে ফেস চিহ্নিত করে একটানা অটোফোকাসের মাধ্যমে কার্যক্রম সম্পাদন করবে। তাছাড়া অক্সফোর্ড বান্ডেলে মাল্টিমিডিয়া ফাইল সংরক্ষণে আছে ৮ গিগাবাইট মাইক্রোএসডি মেমোরি কার্ড।

যুক্তরাষ্ট্রভিত্তিক মোবাইল নির্মাতা ভেরিজন এবং স্প্রিন্টের জনপ্রিয়তার কতখানি আঘাত আনতে পারবে অক্সফোর্ড ক্যামসেল তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। তবে নির্মাতারা আশা করছেন, বিশ্বমান উপযোগী নতুন ব্ল্যাকবেরি এ মডেল ব্ল্যাকবেরির বাজার জনপ্রিয়তা আবারও চাঙ্গা করে তুলতে সহায়ক হবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪১৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।