ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভুল মানচিত্র প্রদর্শনে গুগলকে সতর্ক করল পাকিস্তান

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০
ভুল মানচিত্র প্রদর্শনে গুগলকে সতর্ক করল পাকিস্তান

এ মুহূর্তে গুগল এর দেশভিত্তিক মানচিত্রে ভুল নকশা প্রদর্শনে পাকিস্তানের সতর্ক বার্তা পেয়েছে গুগল। উল্লেখ্য, গত ২১ আগস্ট গুগল মানচিত্র সেবায় পাকিস্তানের মানচিত্রে কাশ্মীরকে ভুল করে অন্তর্ভুক্ত করায় গুগলকে লিখিত সতর্ক বার্তা পাঠিয়েছে পাকিস্তান সরকার।

উল্লেখ্য, ভারতের মূল মানচিত্রে যে কোনো ধরনের অনৈতিক চিত্রাঙ্কন ও ভৌগলিক সীমারেখায় সংযোজন-বিয়োজন ভারতীয় তথ্যপ্রযুক্তি আইনের আওতাভুক্ত। ভারতের টেলিকম ও আইটি বিষয়ক মন্ত্রী শচিন পাইলট বলেন, এরই মধ্যে গুগলকে মানচিত্রজনিত ত্রুটি সংশোধনে নির্দেশ দেওয়া হয়েছে।

গুগল সূত্র জানিয়েছে, মানচিত্রের অনাকাঙ্খিত ভুলের দিকটি তারা তদন্ত করবে। অন্যদিকে শচিন পাইলট জানান, তাদের আইটি বিভাগ ত্রুটিযুক্ত মানচিত্রের বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। এ মুহুর্তে সরকার গুগলের মানচিত্র সংশোধনের অপেক্ষায় আছে। প্রত্যাশিত সময়ের মধ্যে অভিযোগটি নিস্পত্তি না হলে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭১৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।