ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এল আইফোন ‘৪এস’

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১১
এল আইফোন ‘৪এস’

অবশেষে জল্পনা-কল্পনার ইতি টানল অ্যাপল। এবারের চমক আইফোন৫ নয়।

এর বদলে অবমুক্ত করা হলো ‘আইফোন ৪এস’ এর ৩টি নতুন মডেল। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক এ কথাই জানালেন। আর হতাশ করলেন বিশ্বের কোটি কোটি অ্যাপল ভক্তকে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

অ্যাপল উদ্ভাবনার ইতিহাসে সর্বোচ্চ ব্যবসায়িক সফল পণ্য হচ্ছে আইফোন৪। এরই নব অবয়ব এবং শক্তিগুণে আবারও এল আইফোনের তিনটি ৪এস মডেল।

আগামী ১৪ অক্টোবর থেকে এর বাণিজ্যিক বিপণন শুরু হবে। আপাতত বিশ্বের নির্বাচিত কয়েকটি দেশে আইফোন ৪এস পাওয়া যাবে। এর মধ্যে আছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং জাপান। প্রাথমিক তালিকায় এবার ভারত স্থান পায়নি।

যুক্তরাষ্ট্রে আইফোন ৪ এস বিপণন করবে ভেরিজন, স্প্রিন্ট এবং এটিঅ্যান্ডটি নেটওয়ার্কস। এবারে অ্যাপল একসঙ্গে আইফোন ৪এস এর ৩টি মডেল বিশ্ববাজারে উন্মোচন করার পরিকল্পনা নিয়েছে।

যুক্তরাষ্ট্রে আইফোন ৪এস সিরিজের তিনটি মডেল যথাক্রমে ১৬জিবি ১৯৯, ৩২জিবি ২৯৯ এবং ৬৪জিবি ৩৯৯ ডলারে বিক্রি করা হবে বলে অ্যাপল সূত্র জানিয়েছে। তিনটি মডেলই পাওয়া যাবে কালো এবং সাদা রঙে।

আইফোন ৪এস মডেলে এসেছে নতুন ডিজাইন, দীর্ঘ ব্যাটারি লাইফ এবং উচ্চমানের (মেগাপিক্সেল) ক্যামেরাই হচ্ছে এবারের মূল আকর্ষণ। অপারেটিং ব্যবস্থাপনায় আছে বহুমাত্রিক ফিচারের আইওএস৫ সিস্টেম।

এবারই প্রথম আইফোন উন্মোচন অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেন অ্যাপল জনক স্টিভ জবস। তাঁর বদলে এবার অ্যাপলের জাদুর মঞ্চে উঠলেন প্রধান নির্বাহী টিম কুক। তবে তার কণ্ঠে আইফোন ৫ অবমুক্ত না হওয়ার  কথা শুনে ভক্তরা আবারও দারুণ হতাশ হয়েছে।

এ নিয়ে বিশ্বপ্রযুক্তি অঙ্গনে বইছে নানামুখী সমালোচনা। এতটা আশা জাগিয়ে আবারও অপেক্ষায় ঠেলে দেওয়ায় অনেকেই অ্যাপলের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। তবে বাজার বিশ্লেষকেরা বলছেন ভিন্ন কথা।

সংশ্লিষ্টদের ভাষ্যমতে, অ্যাপল এখনও আইফোন৫ নিয়ে বেশ কিছু মানোন্নয়নের কাজ করছে। ফলে অ্যাপল ভক্তদের মনে আবারও প্রশ্ন জেগেছে, এ বছর শেষ পর্যন্ত আইফোন৫ এর শুভদৃষ্টি হবে তো।

বাংলাদেশ সময় ০২০৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।