ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এশিয়ার গ্রিনটেক জাপানে

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১১
এশিয়ার গ্রিনটেক জাপানে

এশিয়ার সর্ববৃহৎ প্রযুক্তির আসরে স্মার্টফোনই তুঙ্গে। জাপানে অনুষ্ঠিত ‘সিয়াটেক’ নামের এ আসরে এবার ৬০০ প্রতিষ্ঠান সরাসরি অংশ নিয়েছে।

দেখাচ্ছে তাদের উদ্ভাবনার কারুকাজ। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

জাপানের রাজধানী টোকিওর কাছের শহর সিবাতে বসেছে এবারের কমবাইন্ড এক্সিবিশন অব অ্যাডভান্সড টেকনোলজি (সিয়াটেক) প্রযুক্তি উৎসব। সব মিলিয়ে পাঁচ দিনের এ বৃহৎ আসরে ২ লাখ দর্শনার্থী আসবে বলে আয়োজক সূত্র জানিয়েছে।

এ উদ্ভাবনী আসরে তোশিবা বিশ্বের সবচে পাতলা এবং উজ্জ্বল ট্যাবলেট পিসি প্রদর্শন করছে। এর মূল পর্দা ১০.১ ইঞ্চি। এটি পুরুত্বে ৭.৭ মিলিমিটার (০.৩ ইঞ্চি)। ওজনে ৫৫৮ গ্রাম (১৯.৫ আউন্স)।

ইলেকট্রনিক পণ্যনির্মাতা মুরাতা সূত্র জানিয়েছে, প্রযুক্তিপণ্য তৈরিতে এখন জৈবপ্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে। এটি পণ্যের অবয়ব তৈরিতে বিশেষ কার্যকর। অচিরেই ‘লিফ গ্রিপ রিমোট কন্ট্রোল’ অর্থাৎ অপেক্ষাকৃত উজ্জ্বল আলোতে পরিবেশবান্ধব আবহ নিশ্চিত করতেই প্রযুক্তি নির্মাতারা এ জৈবশক্তি ব্যবহার করছেন।

এ ছাড়াও স্পর্শনির্ভর (টাচপ্যাড) পণ্যের কদর এখন সবচে বেশি। বিশেষ করে স্মার্টফোন প্রযুক্তিতে টাচস্ক্রিন গ্ল্যাসের চাহিদা বেড়ে যাওয়ায় স্মার্টফোন তৈরিতে খুচরা পণ্যের যোগানদাতারাও চাপে পড়েছেন।

ফলে ভবিষ্যতে এশিয়ার প্রযুক্তিপণ্যেয় জৈবশক্তি এবং স্পর্শক পণ্যের চাহিদা এবং জনপ্রিয়তা দুটোই অপ্রতিরোধ্য হয়ে উঠছে। তাই এ পণ্যনির্মাতারা আরও পরিবেশবান্ধব হয়ে উঠছে। এটি গ্রিন এশিয়ার কথাই ইঙ্গিত করছে।

বাংলাদেশ সময় ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।