ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঘোড়ায় চড়ে, ব্যান্ডদল নিয়ে আইফোন কিনতে গেলেন যুবক

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
ঘোড়ায় চড়ে, ব্যান্ডদল নিয়ে আইফোন কিনতে গেলেন যুবক আইফোন ১০ কিনতে ঘোড়ায় চড়ে বসেন এ যুবক

‘ফিউচার অব স্মার্টফোন’ খ্যাত আইফোন ১০ কিনতে এর ক্রেতারা এরইমধ্যে অনেক ঘটনারই জন্ম দিয়েছেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেকের অভিজ্ঞতা আবার ‘বিরক্তিকর’। তারপরও প্রযুক্তির সবশেষ সংস্করণের আইফোন ১০ নিতে যে যার মতো ‘পন্থা’ অবলম্বন করছেন। 

তবে ‘আইফোন ১০-প্রেমী’ মহারাষ্ট্রের এই যুবক যে কাণ্ড ঘটিয়েছেন তা চোখ এড়ায়নি গণমাধ্যমের। ওই যুবকের সে ‘কাণ্ড’ উঠে এসেছে সামাজিক মাধ্যমেও।

৩ নভেম্বর (শুক্রবার) থেকে বিশ্বের বিভিন্ন দেশে আইফোনপ্রেমীদের হাতে পৌঁছে যাচ্ছে ‘আইফোন ১০’। এদিন ভারতের বাজারেও ফোনটি ছেড়েছে অ্যাপল। আর তা নিতে রীতিমতো ‘এলাহী কাণ্ড’ ঘটিয়েছেন এক যুবক।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মহারাষ্ট্রের থানে জেলার নাভপারা এলাকার ওই যুবক আইফোন ১০ কিনতে ঘোড়ায় চেপে বসেন। এজন্য সাদা রঙের ঘোড়াকেও সাজিয়েছেন রঙিন করে। আর হাতে ‘আই লাভ আইফোন ১০’ পোস্টার ঝুলিয়ে রওনা হয়েছেন আইফোন কিনতে।

শুধু তাই নয়, ঢোল-বাঁশিতে সজ্জিত একদল ব্যান্ড সদস্যও ছিলো তার পেছন পেছন। যার কারণে খবর হয়েছেন ‘আইফোনপ্রেমী’ ওই যুবক।

ভারতের বাজারে আইফোন ১০ এর মূল্য শুরু হয়েছে ৮৯ হাজার রুপিতে (১ রুপি সমান ১.২৮ টাকা)।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।