ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘ফ্রেন্ড.লি’ কিনে নিলো ফেসবুক

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১১
‘ফ্রেন্ড.লি’ কিনে নিলো ফেসবুক

এ সময়ের জনপ্রিয় সামাজিক সাইট ফেসবুক তার ভক্তদের আবারও চমক দিতে প্রকাশ করেছে নতুন খবর। সম্প্রতি সাইটটি জানিয়েছে, সামাজিক প্রশ্ন-উত্তর বিষয়ক প্রতিষ্ঠান ফ্রেন্ড.লি (ভৎরবহফ.ষ) কে তারা কিনে নিয়েছে।

ফেসবুকের একজন মুখপাত্র ই-মেইলে সংবাদ মাধ্যম এএফপি কে এর সত্যতা জানিয়েছে। ই-মেইল বার্তাটি ছিল ‘আমরা খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি সম্প্রতি ফ্রেন্ড.লি সাইটটিকে আমরা কিনে নিয়েছি’। এটি এমনই এক মাধ্যম যার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে পরস্পরকে যেমন প্রকাশ করতে পারবে তেমনি বিভিন্ন বিষয় জানার সুযোগ পাবে।

এদিকে ফ্রেন্ড.লি তাদের ব্লগে জানিয়েছে, এ মুহূর্তে আমাদের পুরো টিম ফেসবুকের নতুন এই কার্যক্রমে দৃষ্টি রাখবে। তবে এ সেবা একই সাথে আমরা আলাদাভাবেও পরিচালনা করব। কি শর্তাবলীতে তারা একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং কবে নাগাদ সেবাটি কার্যকরী হবে সে বিষয়ে এখনো উভয় পক্ষ থেকে কিছু নিশ্চত করা হয়নি।

সময়: ১৬২৫ ঘন্টা, ১১অক্টোবর, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।