ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাণিজ্যমেলায় আকর্ষণীয় অফার নিয়ে অপো

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
বাণিজ্যমেলায় আকর্ষণীয় অফার নিয়ে অপো

ঢাকা: দারুণ সব আকর্ষণীয় অফার নিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার-২০১৮ তে হাজির হয়েছে অপো। মেলার এন্ট্রি গেট এর বামপাশেই অপোর প্যাভিলিয়ন (পিএমপি-০৪)। যাতে গ্রাহকদের জন্য রয়েছে বিভিন্ন আকর্ষণীয় অফার।

সুপার সেল অফারের মাধ্যমে অপোর প্যাভিলিয়ন থেকে কিছু নির্দিষ্ট স্মার্টফোন ক্রয়ের উপর দিচ্ছে ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যক। মেলায় অপোর স্মার্টফোন কিনলে গ্রাহক সঙ্গে পাবেন লটারি।

১২, ১৯, ২৬ জানুয়ারি অর্থাৎ প্রতি শুক্রবার লটারির ফলাফল ঘোষণা করা হবে এবং একজন ভাগ্যবান বিজয়ী পাবেন অপোর সর্বাধুনিক স্মার্টফোন।

এছাড়াও লিমিটেড এডিশনের রেড এফ৫ও মেলার স্টল থেকে গ্রাহকরা কিনতে পারবেন।

অপোর ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি মেলা। এখানে অপোর প্যাভিলিয়ন নিয়ে এসে আমরা অত্যন্ত আনন্দিত। মেলার গ্রাহকদের জন্য আমরা নিয়ে এসেছি নানা ধরনের আকর্ষণীয় অফার। আশা করি এসব অফার মেলার গ্রাহকদের শপিংয়ের আনন্দে নতুন মাত্রা যোগ করবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।