ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে নতুন ল্যাপটপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১১
দেশে নতুন ল্যাপটপ

বিখ্যাত ডেল ব্রান্ডের ইন্সপায়রন সিরিজের দুটি নতুন মডেলের নোটবুক এখন দেশেই পাওয়া যাচ্ছে। মূল পর্দা ১৪ ইঞ্চি।

এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

একটি মডেল ডেল ইন্সপায়রন এন৪০৫০। এবং অন্যটি ডেল ইন্সপায়রন এন৪১১০ মডেল। কালো, নীল এবং লাল তিনটি ভিন্ন রঙের দ্বিতীয় প্রজন্মের ৫০০জিবি তথ্য ধারণযোগ্য দুটি নোটবুকে আছে ২জিবি ডিডিআর৩ র‌্যাম, ইন্টেল এইচডি ৩০০০ গ্রাফিক্সকার্ড এবং ডিভিডি রাইটার।

এ ছাড়াও যোগাযোগে আছে এইচডি ওয়েবক্যাম, ব্লুটুথ ও ল্যান কার্ডসহ বহনযোগ্য পিসির সার্বিক সুবিধা। ডেল ইন্সপায়রন ‘এন৪০৫০’ এ মডেল দুটির প্রসেসর গতিতে আছে কোরআইথ্রি প্রসেসর (ক্লক স্পিড ২.২ গিগাহার্টজ)। এ মুহূর্তে দাম ৪৭ হাজার টাকা।

আর কোরআই ফাইভ প্রসেসরে (ক্লক স্পিড ২.৪ গিগাহার্টজ ) আসা ডেল ইন্সপায়রন এন৪১১০ নোটবুকের দাম ৫৬ হাজার টাকা। এ দু’নোটবুকের সঙ্গেই আছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। অনুসন্ধানে: কমপিউটার সোর্স। হ্যালো: ০১৭৩০৩৪১৫২৩।

বাংলাদেশ সময় ২০৫৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।