ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্ল্যাকবেরি মোবাইলে ভিওআইপি সেবা!

শাহেদ কামাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০
ব্ল্যাকবেরি মোবাইলে ভিওআইপি সেবা!

রিসার্চ ইন মোশন (রিম) এর ব্ল্যাকবেরি সেটে যুক্ত হচ্ছে মোবাইলনির্ভর ভিওআইপি সেবা। ব্ল্যাকবেরিতে ট্রিংমি প্রোগ্রাম ইনষ্টল করে এ সেবা পাওয়া সম্ভব হবে।

এ সফটওয়্যারের মাধ্যমে ওয়াইফাই নেটওয়ার্কে ব্ল্যাকবেরি ব্যবহারকারীরা সরাসরি ভিওআইপি সেবা উপভোগ করতে পারবেন।

আগ্রহী ব্ল্যাকবেরি ব্যবহারকারীরা TringMe mobile app সাইট থেকে ট্রিংমি সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। এ সফটওয়্যার ব্ল্যাকবেরিতে ডাউনলোড এবং ইনস্টল করে ভিওআইপি সেবা উপভোগ করা যাবে। উল্লেখ্য, ট্রিংমি হচ্ছে ব্ল্যাকবেরির প্রথম থার্ড পার্টি প্রোগ্রাম।

গবেষকরা ব্ল্যাকবেরির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, বিশ্বের ১০ কোটি স্মার্টফোন ব্যবহারকারী ভিওআইপি সেবা ব্যবহারের অপেক্ষায় আছেন। সুতরাং আগামী ২০১২ সালের মধ্যে ব্ল্যাকবেরি ভিওআইপি সেবাভুক্ত হলে থার্ড পার্টি অ্যাপলিকেশনের বাজার চাহিদা আরও চাঙ্গা হবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪১৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।