ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সিলেটে স্মার্ট টেকনোলজিস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১১
সিলেটে স্মার্ট টেকনোলজিস

সিলেটে যাত্রা শুরু করল স্মার্ট টেকনোলজিস। এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমপিউটার সমিতির (বিসিএস) মহাসচিব মুজিবুর রহমান স্বপন।

বিশেষ অতিথি ছিলেন বিসিএস সিলেট শাখার সভাপতি এনামুল কুদ্দুস চৌধুরী। সূত্র এ তথ্য জানিয়েছে।

এ অনুষ্ঠানে আরও ছিলেন স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম, উপমহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী, মানবসম্পদ ব্যবস্থাপক একেএম শফিক উল হক, সিলেট শাখা প্রধান ফয়সাল আহমেদ, জিনিয়াস কমপিউটারের ব্যবস্থাপনা পরিচালক এএসএম গোলাম কিবরিয়া ছাড়াও সিলেটের আইটি ব্যবসায়ীরা।

এ উদ্বোধন প্রসঙ্গে বিসিএস মহাসচিব মুজিবুর রহমান স্বপন বলেন, সিলেটের মানুষের হাতে তথ্যপ্রযুক্তি পণ্য সহজে পৌঁছে দিতে স্মার্ট টেকনোলজিসের সিলেট শাখা গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। অন্যদিকে জহিরুল ইসলাম বলেন, সিলেটের বিপণনকারীদের আরও বেশি সুযোগ-সুবিধা দিতেই এ শাখা স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ সময় ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।