ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্কাইপি কিনল মাইক্রোসফট

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১১
স্কাইপি কিনল মাইক্রোসফট

অনেক গুজব আর আলোচনার পর অবশেষে ইন্টারনেট ভিডিও চ্যাট সেবাদাতা প্রতিষ্ঠান স্কাইপিকে কিনে নিয়েছে মাইক্রোসফট।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠান দুইটির অংশগ্রহনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর দায়িত্ব বুঝে পান মাইক্রোসফট।

উল্লেখ্য, চুক্তিবদ্ধ হওয়ার প্রায় পাচঁ মাস পর চুড়ান্ত এই ঘোষণা দিল মাইক্রোসফট। সূত্র মতে, ৮.৫ বিলিয়ন ইউএস ডলারে স্কাইপির মালিকানা নিয়েছে মাইক্রোসফট।

এ মুহূর্তে মাইক্রোসফট আশাবাদী যে মোবাইল ফোন, ডিজিটাল ভিডিও, সামাজিক মাধ্যমসহ টেকনোলজি এবং মিডিয়ার জনপ্রিয় বাজার ধরার কাজে স্কাইপির গুরুত্ব প্রচুর। এছাড়া এক অনুসন্ধানে উঠে এসেছে স্কাইপির চাহিদার বিষয়টি। গত বছর স্কাইপির প্রায় ১৭০ মিলিয়ন ব্যবহারকারী ২০৭ বিলিয়ন মিনিটের ভয়েজ এবং ভিডিও কল করেছে। যা কয়েক বছরেও এই  সীমারেখায় পৌঁছানো দুসাধ্য। এদিকে মাইক্রোসফট বলছে স্কাইপি বিশ্বের বৃহত্তম সফটওয়্যার বাজারের একটি অংশ হিসেবে কার্যক্রম পরিচালনা করবে।

এরইমধ্যে স্কাইপির সিইও টনি বেটস এই সেবা পরিচালনার জন্য মাইক্রোসফটে যোগ দিয়েছেন। অতিশীঘ্রই মাইক্রোসফটের

সিইও স্টিভ বেলমারকে এ বিষয়ে প্রতিবেদন পেশ করার কথা জানান টনি বেটস।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।