ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঢাকায় যাত্রা শুরু করলো উবারহায়ার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
ঢাকায় যাত্রা শুরু করলো উবারহায়ার উবার চালু করলো নতুন সেবা

ঢাকা: বিশ্বের অন্যতম অন-ডিম্যান্ড রাইড শেয়ারিং কোম্পানি উবার ঢাকায় চালু করলো তাদের নতুন সার্ভিস উবারহায়ার। বেশি সময়ের কাজের জন্য বের হলে তার সঙ্গী হবে নতুন এ সার্ভিস।

যেমন, সারা দিনের মিটিং, কেনাকাটা অথবা ঘুরতে যাওয়ার জন্য উবারহায়ার ব্যবহার করতে পারবেন। উবারের নতুন এ সার্ভিসের কল্যাণে যাতায়াত করার জন্য নিজস্ব গাড়ির পরিবর্তে বুধবার (১৪ ফেব্রুয়ারি) আরও একটি বিশ্বস্ত মাধ্যম পেলো ঢাকার জনগণ।



সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার থাকায় সাশ্রয়ী এ মাধ্যমটি সবাই অত্যন্ত সহজেই ব্যবহার করতে পারবেন।

উবার ঢাকা অঞ্চলের জেনারেল ম্যানেজার অর্পিত মুন্ড্রা বলেন, আমরা সব সময় এমন কিছু করার চেষ্টা করি যা আমাদের যাত্রী ও চালকদের উবার ভ্রমণের অভিজ্ঞতা আরও সুমধুর করতে সাহায্য করে। উবারহায়ারের প্রধান লক্ষ্য শহরের নির্দিষ্ট শ্রেণীর যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সহজতর করা। বিশেষত পর্যটক, ব্যবসায়ী, বয়স্ক মানুষ এবং কর্মজীবীদের যাতায়াত ব্যবস্থা সহজ, সাশ্রয়ী ও আরামদায়ক করে তোলার লক্ষ্যেই এ সার্ভিসটি চালু করা হয়েছে।


যেসব স্থানে উবারহায়ার ব্যবহার করা যাবে
ঢাকার অস্বাভাবিক পরিবহন ঘাটতি পূরণ করতে ও পর্যটকরা যেন সহজেই ঢাকা শহরের সৌন্দর্য উপভোগ করতে পারেন- সে কথা মাথায় রেখে উবারহায়ার চালু করা হয়েছে। ঘন ঘন বিরতি নিয়ে ভ্রমণ করতে হোক, ব্যবসার কারণে ভ্রমণ করতে হোক অথবা শহর ঘুরে দেখার জন্য সারা দিন ব্যবহার করার প্রয়োজনে হোক- সব ধরনের কাজেই উবারহায়ার ব্যবহার করা যাবে। পৃথিবীর অন্য দেশেও এ সার্ভিসটি ব্যাপক জনপ্রিয়।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।