ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেনীতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
ফেনীতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু বেলুন উড়িয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন/ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।

শুক্রবার (০২ মার্চ) বিকেল সাড়ে ৫টায় শহরের পিটিআই স্কুল মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবময় দেওয়ান, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম ও প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটারও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড এবং বিভিন্ন দফতরের উদ্ভাবনী বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

মেলায় জেলা প্রশাসন, পাসপোর্ট অফিস, কৃষি অধিদফতর, মৎস অধিদফতরসহ সরকারের বিভিন্ন দফতর, স্কুল-কলেজসহ ৫৭ টি স্টল অংশ নেয়।  

আগামী রোববার (০৪ মার্চ) রাতে মেলা শেষ হওয়ার কথা রয়েছে। প্রতিদিন বিকেল তিনটা থেকে মেলা শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে এ মেলা। প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮ 
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।