ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্টিফেন হকিংয়ের মৃত্যুতে ইয়াফেস ওসমানের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
স্টিফেন হকিংয়ের মৃত্যুতে ইয়াফেস ওসমানের শোক পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান

ঢাকা: বিশ্বখ্যাত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী এবং মহাকাশ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। 

বুধবার (১৪ মার্চ) এক শোকবার্তায় তিনি এ শোক ও দুঃখ প্রাকশ করেন।

শোকবার্তায় তিনি বলেন, মহাবিশ্ব সৃষ্টির রহস্য ‘বিগ ব্যাং থিউরির’ প্রবক্তা স্টিফেন হকিং ছিলেন বর্তমান সময়ের সেরা পদার্থবিজ্ঞানী।

তার অধ্যাবসায়, প্রতিভা এবং জীবন সংগ্রাম ছিলো অতুলনীয়। তিনি বিশ্বব্যাপী মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

৭৬ বছর বয়সে এই তাত্ত্বিক জ্যোতি-পদার্থবিজ্ঞানীর জীবনাবসান ঘটে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।